অাকাশ জাতীয় ডেস্ক:
চুয়াডাঙ্গায় ছাত্রাবাস থেকে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে হাসপাতাল পাড়ার গোধূলি নামক ছাত্রাবাস থেকে আবদুর রহিম নামের ওই ছাত্রের লাশ উদ্ধার করে পুলিশ।
লাশের ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। কী কারণে তার মৃত্যু হয়েছে, তা জানাতে পারেনি পুলিশ।
কলেজছাত্র আবদুর রহিম চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শাহাপুর গ্রামের ইউনুস আলীর ছেলে। তিনি চুয়াডাঙ্গা সারকারি কলেজের গণিত বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, রহিমসহ গোধূলি ছাত্রাবাসে ৯ জন থাকে। ঘটনার দিন বৃহস্পতিবার রাতে ছয়জন ছিল ছাত্রাবাসে। তবে কক্ষে রহিম একাই ছিলেন। শুক্রবার সকালে ঘুম থেকে উঠতে দেরি দেখে ছাত্রাবাসের অন্য ছাত্ররা তাকে ডাকতে গিয়ে মৃত অবস্থায় পায়। খবর পেয়ে বেলা ১১টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কলিমুল্লাহ জানান, রহিমের মৃত্যু রহস্য উদঘাটনের জন্য লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























