অাকাশ জাতীয় ডেস্ক:
দিনে নিখোঁজ, আর রাতেই বাড়ির সামনে মিলল সাড়ে তিন বছরের শিশুর লাশ। রাজশাহীর গোদাগাড়ীর মাটিকাটা ইউনিয়নের বাইপাস গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ শুক্রবার সকালে ওই শিশুর লাশ উদ্ধার করেছে। নিহত তামিম ওই গ্রামের রাসেল হোসেনের ছেলে।
গোদাগাড়ী থানার পরিদর্শক (তদন্ত) জানান, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শিশু তামিমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এর পর থেকে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকেন। এলাকায় মাইকিং করা হয়। দিন পেরিয়ে সন্ধ্যা গড়ালেও তামিমের সন্ধান না পেয়ে রাতে থানায় তামিমের নিখোঁজের বিষয়টি অবহিত করেন বাবা রাসেল।
এর পর শুক্রবার গভীর রাতে কে বা কারা তার লাশ বাড়ির সামনে ফেলে রেখে যায়।
নিহত তামিমের বাবা রাসেল হোসেন বলেন, কারও সঙ্গে আমার বিরোধ নেই। তবে জমি নিয়ে মাঝেমধ্যে প্রতিবেশীদের কয়েকজনের সঙ্গে ঝামেলা হয়েছে। কে বা কারা আমার অবুঝ শিশুটিকে হত্যা করেছে- তা বুঝে উঠতে পারছি না।
তিনি বলেন, শুক্রবার গভীর রাতে তামিমের লাশ বাড়ির সামনে ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা। বিষয়টি পরিবারের সদস্যদের মধ্যে প্রথমে নজরে আসে তামিমের ফুপুর। বাড়ির বাইরে খড়ের মধ্যে একটি পোটলা দেখতে পাওয়া যায়। পরে সেটি বের করলে লাশটি গাছের ছাল দিয়ে পা বাঁধা ও প্লাস্টিকের বস্তা দিয়ে গলায় পেঁচানো অবস্থায় পাওয়া যায়। এ ছাড়া ছিল মাথায় আঘাত।
এদিকে লাশটি পাওয়ার পর পরিবারের সদস্যদের চিৎকার ও কান্নায় ছুটে আসেন প্রতিবেশীরা। তামিমের লাশ দেখে পরিবারের সদস্যরা ছাড়াও প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। একমাত্র ছেলেকে হারিয়ে ওই পরিবারে এখন চলছে শোকের মাতম।
পরিদর্শক আলতাফ হোসেন বলেন, এ ব্যাপারে আমরা তদন্ত শুরু করেছি। ইতিমধ্যে প্রতিবেশীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























