অাকাশ জাতীয় ডেস্ক:
সিরাজগঞ্জের শাহজাদপুরে গালা ইউনিয়নের বর্ণীয়া গ্রামে বাড়ি থেকে অপহরণ ও ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ১৪ বছর পলাতক থাকার পর পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হন।
গ্রেফতারকৃত নুরুল ইসলাম (৩৮) উপজলোর দেওয়ান তারটিয়া গ্রামের সন্তোষ মণ্ডলের ছেলে। রোববার ভোরে ওই গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
শাহজাদপুর থানার পরিদর্শক আসলাম হোসেন জানান, ২০০৪ সালের একটি অপহরণ ও ধর্ষণ মামলায় নুরুল ইসলামের বিরুদ্ধে অপহরণের দায়ে ১৪ বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন আদালত।
এরপর থেকে সে প্রায় ১৪ বছর পলাতক থাকার পর পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।পরে তাকে শাহজাদপুর আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























