অাকাশ জাতীয় ডেস্ক:
শরণখোলায় পরিত্যক্ত বাড়ি থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারীর (চাকরি থেকে সাময়িক বরখাস্তকৃত)লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত আ. সালাম খাঁন (৫৭) উপজেলার পশ্চিম খোন্তাকাটা গ্রামের বাসিন্দা মৃত আ. হাকিম খাঁনের ছেলে ও শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী। রোববার সকাল ১০ টার দিকে উপজেলার উত্তর কদমতলা গ্রামের পরিত্যাক্ত একটি বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত আ. ছালাম খাঁনের লাশ পরিত্যাক্ত একটি ঘরে দেখতে পেয়ে স্থানীরা পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট হাসপাতাল মর্গে প্রেরণ করে। মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। এদিকে নিহত সালামের প্রথম সংসারের মেয়ে সালমা ও সুরমা আকতার ঘটনাটি রহস্যজনক বলে দাবি করেছেন।
এ ব্যাপারে দ্বিতীয় স্ত্রী মাহমুদা বলেন, তিনি স্বামীকে বাসায় রেখে রায়েন্দা বাজারে যান এবং কিছু সময় পর মোবাইল ফোনে জানতে পারেন তার স্বামী মারা গেছেন।
ঘটনাস্থল পরিদর্শনকারী শরণখোলা থানার এসআই কামরুল ইসলাম জানান, মৃত্যুর কারণ সঠিকভাবে বলা যাচ্ছে না, তবে ময়নাতদন্তের পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
আকাশ নিউজ ডেস্ক 
























