অাকাশ জাতীয় ডেস্ক:
খালেদা জিয়াকে উদ্দেশ্যে করে আ্ওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম বলেছেন, আমরা খালি মাঠে গোল দিতে চাই না। আগামী ডিসেম্বরের নির্বাচনে ফাইনাল খেলা হবে, সাহস থাকলে মাঠে আসুন।
রোববার দুপুর ২টায় শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত ও ট্রমা সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যবে তিনি এসব কথা বলেন।
নাসিম বলেন, বিএনপি নেত্রী থাকে জেলে আর নেতাকর্মীরা নাকে তেল দিয়ে ঘুমায় আর পল্টন দলীয় কার্যালয়ে এসি রুমে বসে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে দায়সারা রাজনীতি করেন।
তিনি বলেন, বিএনপি-জামায়াত শুধু নৈরাজ্য সৃষ্টি করে দেশে ধংসযজ্ঞ চালিয়েছে। আর আওয়ামী লীগ দেশের উন্নয়ন করেছে। বর্তমান সরকারের উন্নয়ন সবার সামনে দৃশ্যমান। এতো উন্নয়নের পরেও যদি নৌকায় ভোট না দেন তাহলে দুঃখ পাব।
তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার মারা গেছে। তার জানাযা এমন কি চল্লিশাও হয়েছে। আর জীবিত হবে না।
শেরপুর ধুনট-নির্বাচনী এলাকার সংসদ সদস্য হাবিবুর রহমানের সভাপতিত্বে ও শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়ার সঞ্চালনায় বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান মজনু, বগুড়া জেলা প্রসাশক মো. নুরে আলম সিদ্দিকী, বগুড়া বিএমএর সভাপতি ডা. মোস্তফা আলম নান্নু, শেরপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুস সাত্তার প্রমুখ বক্তব্য দেন।
আকাশ নিউজ ডেস্ক 





















