ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ প্রতারণা করে অর্থ আদায়, ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

আসছে বাংলাদেশের নতুন মুস্তাফিজ, ভিডিও

আকাশ স্পোর্টস ডেস্ক:

প্রথমে ঢাকা প্রিমিয়ার লিগ, পরে বাংলাদেশ ক্রিকেট লিগ। পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছেন কিশোর শরিফুল ইসলাম। নিজের প্রতিভাকে আরো বিকশিত করতে শৃঙ্খলা মেনে কঠোর পরিশ্রম ও ফিটনেসে মনোযোগী হওয়ার প্রত্যয় শরিফুলের কণ্ঠে।

শরিফুল ইসলাম জানিয়েছেন, মোস্তাফিজের মত পারফরম্যান্স দিয়ে আলাদা করে মনোযোগ আকর্ষণ করতে চান এই ১৬ বছর বয়সী পেসার। হালকা পাতলা গড়ন। উচ্চতা ৬ ফুট তিন ইঞ্চি। বয়সটা সতেরো পার হয়নি। কৈশোরের সারল্য চোখে মুখে। কিন্তু ফাস্ট বোলিংয়ের মত কঠিন কাজটা সামাল দিচ্ছেন ভালোভাবে। পঞ্চগড়ের শরিফুল ঢাকায় এসে নাম করেছেন। নজর কেড়েছেন অল্প দিনে।

প্রথম, দ্বিতীয় বিভাগ নয়। সরাসরি প্রিমিয়ার লিগ। এলেন, দেখলেন জয় করলেন। তারপর বিসিএলেও ধারাবাহিক। এখনো ঘোর কাটেনি। তবে স্বপ্নের ঘরে তার বসবাস। কিছুটা ভয়ও হয়। না জানি কখন হানা দেয় ইনজুরি।

শরিফুল বলেন, ‘ছোট থেকেই পেস বোলার হওয়ার ইচ্ছা। ইচ্ছা ছিলো যে, ক্রিকেট খেললে পেস বোলার হবো। আমার উচ্চতাটাও আল্লাহ’র রহমতে ভালো। এখন ডিসিপ্লিনের মধ্যে থাকলে আশা করছি ফিটনেস ভালো থাকবে এবং ইনজুরিও আসবে না।’

শরিফুলের প্রশংসা এখন চারদিকে। পেস বোলিং কোচ চম্পাকা রামানায়েকে তো রীতিমত অবাক। সাবেক দুই অধিনায়ক হাবিবুল বাশার ও খালেদ মাসুদেরও প্রশংসা কুড়িয়েছেন। সবাই দিয়েছেন নানা পরামর্শ। সেগুলোকে চলার পথের সঙ্গী করেছেন শরিফুল।

‘আমি তো নতুন। আমাকে দেখে উনি (চাম্পাকা) অবাক হয়ে গিয়েছিলেন যে, নতুনদের মধ্যে এমন ভালো পেস বোলার আছে। উনি অনেক কিছু শিখিয়েছেন। আরও অনেক কিছু শিখবো উনার কাছ থেকে ইনশাল্লাহ। এছাড়া সবাই খুব টেক কেয়ার করে। তারা বলে, ভালো করতে হবে, অনেক দূর যেতে হবে।’

অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক তার আদর্শ। তবে হতে চান দেশের আইকন মোস্তাফিজের মত। শরিফুল না বললেও মোস্তাফিজের সঙ্গে মিল খুঁজে পাওয়া যাবে খুব সহজে।আমি ফলো করি স্টার্ককে তবে আন্তর্জাতিক ক্রিকেটে মোস্তাফিজ ভাই’র মতো হতে ইচ্ছা করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসছে বাংলাদেশের নতুন মুস্তাফিজ, ভিডিও

আপডেট সময় ০৭:৫৫:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ এপ্রিল ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক:

প্রথমে ঢাকা প্রিমিয়ার লিগ, পরে বাংলাদেশ ক্রিকেট লিগ। পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছেন কিশোর শরিফুল ইসলাম। নিজের প্রতিভাকে আরো বিকশিত করতে শৃঙ্খলা মেনে কঠোর পরিশ্রম ও ফিটনেসে মনোযোগী হওয়ার প্রত্যয় শরিফুলের কণ্ঠে।

শরিফুল ইসলাম জানিয়েছেন, মোস্তাফিজের মত পারফরম্যান্স দিয়ে আলাদা করে মনোযোগ আকর্ষণ করতে চান এই ১৬ বছর বয়সী পেসার। হালকা পাতলা গড়ন। উচ্চতা ৬ ফুট তিন ইঞ্চি। বয়সটা সতেরো পার হয়নি। কৈশোরের সারল্য চোখে মুখে। কিন্তু ফাস্ট বোলিংয়ের মত কঠিন কাজটা সামাল দিচ্ছেন ভালোভাবে। পঞ্চগড়ের শরিফুল ঢাকায় এসে নাম করেছেন। নজর কেড়েছেন অল্প দিনে।

প্রথম, দ্বিতীয় বিভাগ নয়। সরাসরি প্রিমিয়ার লিগ। এলেন, দেখলেন জয় করলেন। তারপর বিসিএলেও ধারাবাহিক। এখনো ঘোর কাটেনি। তবে স্বপ্নের ঘরে তার বসবাস। কিছুটা ভয়ও হয়। না জানি কখন হানা দেয় ইনজুরি।

শরিফুল বলেন, ‘ছোট থেকেই পেস বোলার হওয়ার ইচ্ছা। ইচ্ছা ছিলো যে, ক্রিকেট খেললে পেস বোলার হবো। আমার উচ্চতাটাও আল্লাহ’র রহমতে ভালো। এখন ডিসিপ্লিনের মধ্যে থাকলে আশা করছি ফিটনেস ভালো থাকবে এবং ইনজুরিও আসবে না।’

শরিফুলের প্রশংসা এখন চারদিকে। পেস বোলিং কোচ চম্পাকা রামানায়েকে তো রীতিমত অবাক। সাবেক দুই অধিনায়ক হাবিবুল বাশার ও খালেদ মাসুদেরও প্রশংসা কুড়িয়েছেন। সবাই দিয়েছেন নানা পরামর্শ। সেগুলোকে চলার পথের সঙ্গী করেছেন শরিফুল।

‘আমি তো নতুন। আমাকে দেখে উনি (চাম্পাকা) অবাক হয়ে গিয়েছিলেন যে, নতুনদের মধ্যে এমন ভালো পেস বোলার আছে। উনি অনেক কিছু শিখিয়েছেন। আরও অনেক কিছু শিখবো উনার কাছ থেকে ইনশাল্লাহ। এছাড়া সবাই খুব টেক কেয়ার করে। তারা বলে, ভালো করতে হবে, অনেক দূর যেতে হবে।’

অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক তার আদর্শ। তবে হতে চান দেশের আইকন মোস্তাফিজের মত। শরিফুল না বললেও মোস্তাফিজের সঙ্গে মিল খুঁজে পাওয়া যাবে খুব সহজে।আমি ফলো করি স্টার্ককে তবে আন্তর্জাতিক ক্রিকেটে মোস্তাফিজ ভাই’র মতো হতে ইচ্ছা করে।