ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

বাংলাদেশসহ ৩ দেশে তেল কূপ খননে ভারতের ওএনজিসি

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ, কাজাখস্তান ও কলম্বিয়ায় আরো কূপ খনন করতে ১৫ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তেল ও প্রাকৃতিক গ্যাস করপোরেশনের বৈদেশিক শাখা ওএনজিসি বিদেশ। এরই মধ্যে বাংলাদেশে প্রথম কূপের খননের প্রস্তুতি নেয়া হচ্ছে।

কলম্বিয়ায় তারা মারিপোসা-১ নামে একটি কূপের সন্ধান পেয়েছেন। এখন সেখান থেকে তেল উত্তোলনের জন্য পরিকল্পনা নিয়ে এগুচ্ছে ওএনজিসি বিদেশ। এই কূপটি থেকে পরীক্ষামুলকভাবে দিনে ৪৫০০ ব্যারেল হিসেবে তেল উত্তোলনের কাজ শুরু হয়েছে।

এতে বলা হয়, ওএনজিসি বিদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক নরেন্দ্র বর্মা বলেছেন, কলম্বিয়ার সিপিও-৫ নম্বর ব্লকে তারা কাজ করছেন। সেখানেই মারিপোসা-১ কূপের সন্ধান পেয়েছেন তারা। তারপর থেকে কাজ শুরু হয়েছে। সফলতার ধারাবাহিকতায় ওই ব্লকে আরো কূপ পাওয়ার পথ উন্মুক্ত হয়েছে। নরেন্দ্র বর্মা বলেছেন, এখন তারা সেখানে আরো দুটি কূপ ড্রিল বা খনন করার পরিকল্পনা নিয়েছেন। উল্লেখ্য, কলম্বিয়ার সিপিও-৫ ব্লকে ভারতের ওএনজিসির রয়েছে শতকরা ৭০ ভাগ অংশীদারিত্ব বাকি ৩০ ভাগের শেয়ার রয়েছে বৃটেনের আমেরিসুর রিসোর্সের।

কলম্বিয়ার মোট ৬টি ব্লকে তেল বা প্রাকৃতিক গ্যাসের সন্ধানে অংশ নিচ্ছে ওএনজিসি। বর্তমানে দিনে ৩৫ হাজার ব্যারেল তেল উৎপাদন হচ্ছে সেখানকার বিভিন্ন কূপ থেকে। রিপোর্টে বলা হয়েছে, এর পাশাপাশি বাংলাদেশ ও কাজাখস্তানে তেল কূপ বা গ্যাস কূপ আবিস্কারের জন্য গতি ত্বরান্বিত করেছে ওএনজিসি। কাস্পিয়ান সাগরে কাজাখস্তানের ব্লকে এরই মধ্যে ড্রিলিং বা খনন কাজ শুরু হয়েছে। অন্যদিকে বাংলাদেশে প্রথম কূপ খননের প্রস্তুতি নেয়া হচ্ছে। নরেন্দ্র বর্মা বলেন, আমরা আশা করি কাজাখস্তানের খনন কাজে আমরা সফলতা পাবো। সব মিলিয়ে এসব কাজে এ বছর প্রয়োজন হবে ১৫ কোটি ডলার।

উল্লেখ্য, ওএনজিসি বিদেশ-এর আওতায় যেসব প্রকল্প আছে এখন তাতে তেল বা গ্যাস কূপ আবিষ্কার, উন্নয়ন ও উৎপাদনে ২০১৭-১৮ অর্থ বছরে মোট ১০০ কোটি ডলার খরচ করার পরিকল্পনা নেয়া হয়েছে। ২০১৬-১৭ অর্থবছরে ওএনজিসি বিদেশ-এর উৎপাদন বৃদ্ধি পেয়েছে শতকরা ৪০ ভাগ। চলতি অর্থবছরে এই উৎপাদন আরো শতকরা ১৫ ভাগ বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।

যদি তা-ই হয় তাহলে মোট এক কোটি ৪৩ লাখ ৫০ হাজার টন তেলের সমান সম্পদ উত্তোলন করা সম্ভব হবে। নরেন্দ্র বর্মা বলেন, ২০২০ সাল নাগাদ আমরা ২ কোটি টন তেলের সমান সম্পদ আহরণের টার্গেট নির্ধারণ করেছি। ওএনজিসি বিদেশ এরই মধ্যে নামিবিয়ার তেল ও গ্যাসক্ষেত্রে কাজ করছে। সেখানকার তিনটি ব্লকে কাজ করছে এ কোম্পানি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

বাংলাদেশসহ ৩ দেশে তেল কূপ খননে ভারতের ওএনজিসি

আপডেট সময় ০১:৫২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ, কাজাখস্তান ও কলম্বিয়ায় আরো কূপ খনন করতে ১৫ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তেল ও প্রাকৃতিক গ্যাস করপোরেশনের বৈদেশিক শাখা ওএনজিসি বিদেশ। এরই মধ্যে বাংলাদেশে প্রথম কূপের খননের প্রস্তুতি নেয়া হচ্ছে।

কলম্বিয়ায় তারা মারিপোসা-১ নামে একটি কূপের সন্ধান পেয়েছেন। এখন সেখান থেকে তেল উত্তোলনের জন্য পরিকল্পনা নিয়ে এগুচ্ছে ওএনজিসি বিদেশ। এই কূপটি থেকে পরীক্ষামুলকভাবে দিনে ৪৫০০ ব্যারেল হিসেবে তেল উত্তোলনের কাজ শুরু হয়েছে।

এতে বলা হয়, ওএনজিসি বিদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক নরেন্দ্র বর্মা বলেছেন, কলম্বিয়ার সিপিও-৫ নম্বর ব্লকে তারা কাজ করছেন। সেখানেই মারিপোসা-১ কূপের সন্ধান পেয়েছেন তারা। তারপর থেকে কাজ শুরু হয়েছে। সফলতার ধারাবাহিকতায় ওই ব্লকে আরো কূপ পাওয়ার পথ উন্মুক্ত হয়েছে। নরেন্দ্র বর্মা বলেছেন, এখন তারা সেখানে আরো দুটি কূপ ড্রিল বা খনন করার পরিকল্পনা নিয়েছেন। উল্লেখ্য, কলম্বিয়ার সিপিও-৫ ব্লকে ভারতের ওএনজিসির রয়েছে শতকরা ৭০ ভাগ অংশীদারিত্ব বাকি ৩০ ভাগের শেয়ার রয়েছে বৃটেনের আমেরিসুর রিসোর্সের।

কলম্বিয়ার মোট ৬টি ব্লকে তেল বা প্রাকৃতিক গ্যাসের সন্ধানে অংশ নিচ্ছে ওএনজিসি। বর্তমানে দিনে ৩৫ হাজার ব্যারেল তেল উৎপাদন হচ্ছে সেখানকার বিভিন্ন কূপ থেকে। রিপোর্টে বলা হয়েছে, এর পাশাপাশি বাংলাদেশ ও কাজাখস্তানে তেল কূপ বা গ্যাস কূপ আবিস্কারের জন্য গতি ত্বরান্বিত করেছে ওএনজিসি। কাস্পিয়ান সাগরে কাজাখস্তানের ব্লকে এরই মধ্যে ড্রিলিং বা খনন কাজ শুরু হয়েছে। অন্যদিকে বাংলাদেশে প্রথম কূপ খননের প্রস্তুতি নেয়া হচ্ছে। নরেন্দ্র বর্মা বলেন, আমরা আশা করি কাজাখস্তানের খনন কাজে আমরা সফলতা পাবো। সব মিলিয়ে এসব কাজে এ বছর প্রয়োজন হবে ১৫ কোটি ডলার।

উল্লেখ্য, ওএনজিসি বিদেশ-এর আওতায় যেসব প্রকল্প আছে এখন তাতে তেল বা গ্যাস কূপ আবিষ্কার, উন্নয়ন ও উৎপাদনে ২০১৭-১৮ অর্থ বছরে মোট ১০০ কোটি ডলার খরচ করার পরিকল্পনা নেয়া হয়েছে। ২০১৬-১৭ অর্থবছরে ওএনজিসি বিদেশ-এর উৎপাদন বৃদ্ধি পেয়েছে শতকরা ৪০ ভাগ। চলতি অর্থবছরে এই উৎপাদন আরো শতকরা ১৫ ভাগ বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।

যদি তা-ই হয় তাহলে মোট এক কোটি ৪৩ লাখ ৫০ হাজার টন তেলের সমান সম্পদ উত্তোলন করা সম্ভব হবে। নরেন্দ্র বর্মা বলেন, ২০২০ সাল নাগাদ আমরা ২ কোটি টন তেলের সমান সম্পদ আহরণের টার্গেট নির্ধারণ করেছি। ওএনজিসি বিদেশ এরই মধ্যে নামিবিয়ার তেল ও গ্যাসক্ষেত্রে কাজ করছে। সেখানকার তিনটি ব্লকে কাজ করছে এ কোম্পানি।