অাকাশ জাতীয় ডেস্ক:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক মনিরুল ইসলাম নামে এক সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে সোনামসজিদ মহাসড়কের রশিকনগর বাবুপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনিরুল ইসলাম (৪৫) উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা ছিলেন। তিনি রাজশাহী শহরের বাসিন্দা ছিলেন।
স্থানীয়রা জানান, সোনামসজিদ স্থলবন্দর থেকে পেঁয়াজ বোঝাই একটি ট্রাক রশিকনগর জামে মসজিদের কাছে পৌঁছালে চাঁপাইনবাবগঞ্জ থেকে শিবগঞ্জগামী একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে কিছু দূর টেনে নিয়ে যায়। এ সময় মোটরসাইকেলটিতে আগুন ধরে যায়। আহতাবস্থায় মনিরুল ইসলামকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
শিবগঞ্জ থানার এসআই ইকবাল জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ ও পুড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে।
আকাশ নিউজ ডেস্ক 
























