অাকাশ জাতীয় ডেস্ক:
সাভারের আশুলিয়ায় রানি (২৩) নামে এক পোশাক শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের পানধোয়া এলাকার শওকত মিয়ার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রানি একাই ওই বাসায় একটি রুম ভাড়া নিয়ে পোশাক কারখানায় কাজ করতেন। রাতে ওই ঘরে তার লাশ দেখতে পান পাশের রুমের ভাড়াটিয়ারা। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
আশুলিয়া থানার ওসি আব্দুল আউয়াল দৈনিক আকাশকে জানান, পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা হত্যা করতে পারে। তবে হত্যার আসল কারণ তদন্তের পর জানা যাবে।
আকাশ নিউজ ডেস্ক 
























