অাকাশ জাতীয় ডেস্ক:
নড়াইলের কালিয়ায় আপন শ্যালিকাকে ভারতে পাচার করার অভিযোগে রানা মোল্যা নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।হালিমা খাতুন (১১) নামে ওই কিশোরীসহ তার দুলাভাইকে সোমবার রাতে উপজেলার ইলিয়াছাবাদ ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রাম থেকে আটক করা হয়।
কিশোরীর মা নাজমা বেগম মঙ্গলবার দুপুরে এ ঘটনায় কালিয়া থানায় মানবপাচার আইনে একটি মামলা দায়ের করেছেন।
ঘটনার শিকার কিশোর হালিমা খাতুন দৈনিক আকাশকে জানায়, উপজেলার বড়নাল গ্রামের হাসমত মোল্যার মেয়ে প্রিয়া সুলতানার সঙ্গে মাথাভাঙ্গা গ্রামের পান্নু মোল্যার ছেলে রানা মোল্যা প্রায় ৪ বছর আগে বিয়ে হয়। এরই সুবাদে রানা স্ত্রীর ছোট বোন হালিমা খাতুনকে (১১) পিকনিকে নিয়ে যাওয়ার কথা বলে গত ১১ এপ্রিল ভারতে পাচারের উদ্দেশ্যে প্রথমে চট্টগ্রাম নিয়ে আটকে রাখেন। জামাতার আচরণ সন্দেহজনক হলে সোমবার সকালে হালিমার মা নাজমা বেগম কালিয়া থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন।
পরে সোমবার রাত ১১টার দিকে কালিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে মাথাভাঙ্গা গ্রাম থেকে হালিমাকে উদ্ধার ও রানাকে আটক করে।
এ প্রসঙ্গে কালিয়া থানার ওসি শেখ শমসের আলী দৈনিক আকাশকে বলেন,এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। আটককৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আকাশ নিউজ ডেস্ক 
























