অাকাশ জাতীয় ডেস্ক:
নোয়াখালীর সেনবাগে ট্রাক্টর ও প্রাইভেটকার মুখোমুখী সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৫টার দিকে নোয়াখালী উপজেলার সেনবাগ-সোনাইমুড়ী সড়কের ছাতারপাইয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজু (৩৫) সোনাইমুড়ী উপজেলার বাজরা গ্রামে ফয়েজ আহম্মেদের ছেলে।
সেনবাগ থানার ওসি মোহাম্মদ হারুন আর রশীদ চৌধুরী জানান, ভোর ৫টার দিকে সোনাইমুড়ী থেকে ছেড়ে আসা ট্রাক্টরটি ছাতারপাইয়ায় আসামাত্রই বিপরীতমুখী একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাক্টর শ্রমিক রাজুর মৃত্যু হয়। এ সময় আহত হয় আরও দুজন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।
আকাশ নিউজ ডেস্ক 
























