অাকাশ জাতীয় ডেস্ক:
আমাদের সমাজে ডাক্তার বা চিকিৎসক মহান পেশা। এর আড়ালে গড়ে তুলেছিলেন অসংখ্য নারীদের সঙ্গে প্রথমে প্রেমের সম্পর্ক তারপর দৈহিক সম্পর্ক গড়ে তা গোপনে ভিডিও করে প্রতারনার ফাদ। প্রতারনা করে অবাধ দৈহিক সম্পর্কই নয় তার ভিডিও দেখিয়ে ফাকা স্ট্যাম্পে সই রেখে আদায় করতো মোটা অংকের টাকা। এমন এক ভুক্তভোগী ৩ সন্তানের জননীর অভিযোগের ভিত্তিতে র্যাবের সদস্যরা মাদারীপুরের টেকেরহাট থেকে কাজী নিজামউদ্দিন শুভ (৩০) নামে এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করলে বের হয়ে আসে একের পর এক প্রতারনা ও বিকৃত চরিত্রের বহিঃপ্রকাশ।
র্যাব ভূয়া ওই ডাক্তারের ফার্মেসী থেকে ৪টি সিসি ক্যামেরা, ডিভিআর,ল্যাপটপ, ৮টি মোবাইল ফোন, ১৬টি সীম কার্ডসহ গোপনে ভিভিও ধারনের ডিভাইস জব্দ করে। এ সময় অনেক নারীর সঙ্গের গোপন ভিডিও, আক্রান্ত বেশ কয়েকজন নারীর স্বাক্ষরিত শুন্য স্ট্যাম্প পায় র্যাব।
মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরটি ভৌগলিকভাবে দক্ষিনাঞ্চলের গুরুত্বপূর্ন। প্রতিদিন আশেপাশের কয়েক জেলার মানুষ এ বন্দরে যাতায়াত করে। এসুযোগে অসংখ্য প্রতিষ্ঠান স্থাপন হয়েছে এ বন্দরে। গত ৫ বছর ধরে টেকেরহাটের উত্তরপাড়ে ওষুধের একটি ফার্মেসী দিয়ে নিজেকে ডাঃ উপাধি দিয়ে প্রতারনার ফাদ পাতেন মাদকসেবী কাজী নিজামউদ্দিন শুভ। তিনি নিজেকে চর্ম, যৌন, শিশুসহ নানান বিষয়ে বিশেষজ্ঞ উল্ল্যেখ করেন। মানুষের বিশ্বাসযোগ্যতা পেতে সাইনবোর্ড ও ভিজিটিং কার্ডে ইংরেজী ও বাংলায় নানান ডিগ্রী লেখেন। চিকিৎসক বনে ভূয়া এই ডা. চেম্বারে বসান ৪টি সিসি ক্যামেরাসহ অত্যাধুনিক যন্ত্রপাতি। গত ৩ বছর আগে রাজৈরের হরিদাসদি গ্রামের ৩ সন্তানের জননীর সঙ্গে স্বামী বিদেশ যাওয়ার সুযোগে প্রেমের সম্পর্ক থেকে দৈহিক সম্পর্ক গড়ে উঠে। সুযোগ বুঝে সিসিটিভিতে ওই নারীর ভিডিও চিত্র ধারন করে। পরে সেই ভিডিও দেখিয়ে প্রতারনা করে খালি স্ট্যাম্পে সই নেন ভূয়া ডাঃ। কয়েক দফা টাকা আদায় ছাড়াও নিয়মিত ওই নারীকে বাধ্য করতো সে।
সম্প্রতি ওই নারী টাকা দিতে অসম্মতি জানালে নিজাম ভিডিওটি বিভিন্ন মোবাইলে ছড়িয়ে দেয়। বাধ্য হয়ে ওই নারী শনিবার র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পে অভিযোগ করলে র্যাব টেকেরহাট থেকে কাজী নিজামউদ্দিন শুভ (৩০) নামে ওই ভুয়া ডাক্তারকে গ্রেফতার করে। র্যাব ভূয়া ওই ডাক্তারের ফার্মেসী থেকে ৪টি সিসি ক্যামেরা, ডিভিআর, ল্যাপটপ, ৮টি মোবাইল ফোন,১৬টি সীম কার্ডসহ গোপনে ভিভিও ধারনের ডিভাইস জব্দ করে। এরপর বের হয়ে আসে একের পর এক নারীদের সঙ্গে প্রতারনা ও বিকৃত চরিত্রের বহিঃপ্রকাশ। র্যাব নিজামের ল্যাপটপ থেকে এই নারীসহ আরো কয়েকজনের পর্নোগ্রাফী উদ্ধার করে। এ সময় অনেক নারীর সঙ্গের গোপন ভিডিও, আক্রান্ত বেশ কয়েকজন নারীর স্বাক্ষরিত শুন্য স্ট্যাম্প পায় র্যাব। এ ঘটনায় রাজৈর থানা র্যাব ও ওই নারী ২টি মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত শুভ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার নলকোনা গ্রামের হান্নান কাজীর ছেলে।
স্থানীয়রা ও এলাকাবাসি তুলে ধরেন ভূয়া এই চিকিৎসকের বিকৃত রুচী ও চরিত্রর তথ্য। ভুক্তভোগী নারী ওই নারী তুলে ধরেন নিজামের সিরিয়াল ধর্ষনের নানান কাহিনী। মামলার অগ্রগতি তুলে ধরে রাজৈর থানার পরিদর্শক(তদন্ত)সিরাজুল হক বলেন, র্যাব কর্তৃক আটক নিজাম উদ্দিনের বিরুদ্ধে ৩টি মামলার তদন্তধীন আছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।
র্যাব-৮, মাদারীপুর ক্যাম্প কমান্ডার মেজর রাকিব বলেন, চিকিৎসার ছদ্মবেশী নারী লোভীর অপকর্মও ফর্মুলা কৌশল। সে এসএসসিও পাশ করে নাই। সে যেসব ডিগ্রী লাগিয়েছে তাও ভুয়া।
আকাশ নিউজ ডেস্ক 
























