অাকাশ জাতীয় ডেস্ক:
যশোরে নকল লুব্রিকেন্ট (মবিল) কারখানা সিলগালা করে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রে আনিসুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহরের মণিহার তালতলা মসজিদ মার্কেটের খাদিজা এন্টারপ্রাইজে অভিযানে এই দণ্ড দেয়।
নির্বাহী ম্যজিস্ট্রেট আনিসুর রহমান জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মণিহার তালতলা এলাকার খাদিজা এন্টারপ্রাইজে নকল লুব্রিকেন্ট তৈরি ও বাজারজাতকরণের প্রমাণ পাওয়া যায়। এ সময় অনুমোদন ছাড়া বিদেশী নামিদামি বিভিন্ন প্রতিষ্ঠানের লুব্রিকেন্ট প্রস্তুত ও বাজারজাতকরণের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ধারায় প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির মালিকের কাছ এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সোহেল সেখ ও আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।