ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

লা লিগার সর্বকালের সেরা মেসি, রোনালদো ১৭তম

অাকাশ স্পোর্টস ডেস্ক:

লা লিগার সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে লিওনেল মেসিকে বেছে নিয়েছে একটি গবেষণা প্রতিষ্ঠান। গত ৮৬ মৌসুমের পারফরম্যান্স বিবেচনায় আর্জেন্টাইন সুপারস্টারকে সেরা হিসেবে নির্বাচিত করা হয়। সেন্টার অব হিস্টোরি এন্ড স্ট্যাস্টিসটিকস অব স্প্যানিশফুটবল (সিআইএইচইএফই) গবেষণার মাধ্যমে এই ফলাফল জানায়। অবশ্য পরিসংখ্যান মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে প্রশ্ন তুলতে পারবে না।

সিআইএইচইএফই গবেষণার ফলাফলে মেসির পরই রয়েছেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি সাবেক তারকা রাউল গঞ্জালেস। সিজার রদ্রিগেজ, তেলমো জারা, এনরিকে কাস্ত্রো পরের স্থানগুলোতে রয়েছেন। মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো রয়েছেন ১৭ নম্বরে।

বেশ কিছু বিষয়কে বিবেচনায় রেখে গবেষণার ফলাফল নির্ধারণ করা হয়। এগুলো হলো- প্রতি মৌসুমে কত মিনিট খেলা হয়েছে, উন্মুক্ত খেলায় কত গোল করেছেন, পেনাল্টি কিকের সংখ্যা, আত্মঘাতী গোল এবং লাল কার্ড। এমনটাই জানিয়েছেন গবেষক আন্তনিও ওরতেগা।

১৯২৯ সালে লা লিগার আসর শুরু হয়। এখন পর্যন্ত স্প্যানিশ লা লিগায় ৯,২৮০ জন খেলোয়াড় খেলেছেন। এরমধ্যে ৮৫৪ জনই ছিলেন গোলরক্ষক।

স্প্যানিশ লা লিগায় একমাত্র খেলোয়াড় হিসেবে ৩০০ গোল করা মেসি বেশ কিছু কারণেই সেরা নির্বাচিত হয়েছেন। বর্তমানে তার গোলসংখ্যা ৩৪৯। কৌশল, উচ্চাকাঙ্ক্ষা, প্রতিভা এবং প্রতিভার প্রতিফলন- এসবের সমন্বয়েই শ্রেষ্ঠত্ব অর্জন করেন কিং লিও।

গবেষণা বিশ্লেশণে সর্বোচ্চ ৫৪৫ পয়েন্ট পান মেসি। দ্বিতীয় নির্বাচিত হওয়া রাউলের পয়েন্ট ৫২। সিজার ৫২৪, জারা ৪৯৩ এবং কাস্ত্রো ৪৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে পাঁচে রয়েছেন।

আলফ্রেডো ডি স্টেফানো শীর্ষ দশে রয়েছেন। হুয়ান আরজার (৪৮১) পরই স্টেফানোর (৪৮১) অবস্থান। শীর্ষ দশের পরের তিনটি নাম- প্যাকো জেন্তো (৪৬৭), কার্লোস আলোনসো (৪৬৪) এবং গুইলেরমো গুরুসতিজা (৪৫৪)। ১৭ নম্বরে থাকা রোনালদোর পয়েন্ট ৪১৫।

বর্তমানে খেলছেন এমন ফুটবলারদের মধ্যে রোনালদোর অবস্থান দুইয়ে। বর্তমান খেলোয়াড়দের মধ্যে অ্যাটলেটিক বিলবাওয়ের ফরোয়ার্ড আরিত আদুরিজের অবস্থান তিনে এবং সবমিলিয়ে ৬৭তম। লা লিগায় ১৪৬ গোল করা আদুরিজের পয়েন্ট ৩১৪।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

লা লিগার সর্বকালের সেরা মেসি, রোনালদো ১৭তম

আপডেট সময় ০৮:০০:০০ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০১৭

অাকাশ স্পোর্টস ডেস্ক:

লা লিগার সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে লিওনেল মেসিকে বেছে নিয়েছে একটি গবেষণা প্রতিষ্ঠান। গত ৮৬ মৌসুমের পারফরম্যান্স বিবেচনায় আর্জেন্টাইন সুপারস্টারকে সেরা হিসেবে নির্বাচিত করা হয়। সেন্টার অব হিস্টোরি এন্ড স্ট্যাস্টিসটিকস অব স্প্যানিশফুটবল (সিআইএইচইএফই) গবেষণার মাধ্যমে এই ফলাফল জানায়। অবশ্য পরিসংখ্যান মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে প্রশ্ন তুলতে পারবে না।

সিআইএইচইএফই গবেষণার ফলাফলে মেসির পরই রয়েছেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি সাবেক তারকা রাউল গঞ্জালেস। সিজার রদ্রিগেজ, তেলমো জারা, এনরিকে কাস্ত্রো পরের স্থানগুলোতে রয়েছেন। মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো রয়েছেন ১৭ নম্বরে।

বেশ কিছু বিষয়কে বিবেচনায় রেখে গবেষণার ফলাফল নির্ধারণ করা হয়। এগুলো হলো- প্রতি মৌসুমে কত মিনিট খেলা হয়েছে, উন্মুক্ত খেলায় কত গোল করেছেন, পেনাল্টি কিকের সংখ্যা, আত্মঘাতী গোল এবং লাল কার্ড। এমনটাই জানিয়েছেন গবেষক আন্তনিও ওরতেগা।

১৯২৯ সালে লা লিগার আসর শুরু হয়। এখন পর্যন্ত স্প্যানিশ লা লিগায় ৯,২৮০ জন খেলোয়াড় খেলেছেন। এরমধ্যে ৮৫৪ জনই ছিলেন গোলরক্ষক।

স্প্যানিশ লা লিগায় একমাত্র খেলোয়াড় হিসেবে ৩০০ গোল করা মেসি বেশ কিছু কারণেই সেরা নির্বাচিত হয়েছেন। বর্তমানে তার গোলসংখ্যা ৩৪৯। কৌশল, উচ্চাকাঙ্ক্ষা, প্রতিভা এবং প্রতিভার প্রতিফলন- এসবের সমন্বয়েই শ্রেষ্ঠত্ব অর্জন করেন কিং লিও।

গবেষণা বিশ্লেশণে সর্বোচ্চ ৫৪৫ পয়েন্ট পান মেসি। দ্বিতীয় নির্বাচিত হওয়া রাউলের পয়েন্ট ৫২। সিজার ৫২৪, জারা ৪৯৩ এবং কাস্ত্রো ৪৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে পাঁচে রয়েছেন।

আলফ্রেডো ডি স্টেফানো শীর্ষ দশে রয়েছেন। হুয়ান আরজার (৪৮১) পরই স্টেফানোর (৪৮১) অবস্থান। শীর্ষ দশের পরের তিনটি নাম- প্যাকো জেন্তো (৪৬৭), কার্লোস আলোনসো (৪৬৪) এবং গুইলেরমো গুরুসতিজা (৪৫৪)। ১৭ নম্বরে থাকা রোনালদোর পয়েন্ট ৪১৫।

বর্তমানে খেলছেন এমন ফুটবলারদের মধ্যে রোনালদোর অবস্থান দুইয়ে। বর্তমান খেলোয়াড়দের মধ্যে অ্যাটলেটিক বিলবাওয়ের ফরোয়ার্ড আরিত আদুরিজের অবস্থান তিনে এবং সবমিলিয়ে ৬৭তম। লা লিগায় ১৪৬ গোল করা আদুরিজের পয়েন্ট ৩১৪।