অাকাশ জাতীয় ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিয়ের তিন মাস পর ঘরের ফ্যানে গলায় ফাঁস দিয়ে পান্না (১৯) নামে এক নববধূ আত্মহত্যা করেছেন। রোববার উপজেলার পূর্ভভাগ গ্রাম থেকে ওই নববধূর লাশ উদ্ধার করা হয়। নিহত পান্না উপজেলার বেজুরা গ্রামের মৃত শাহ আলমের মেয়ে পান্না।
সূত্র জানায়, মাত্র তিন মাস আগে পূর্ভভাগ গ্রামের সাবেক মেম্বার সৌদি প্রবাসী ইমরানের সঙ্গে পান্নার বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবন ভালোই চলছিল। কিছু দিন আগে শহিদুল তার স্ত্রীকে রেখে সৌদি আরব চলে যায়।
আজ ভোররাতে অজ্ঞাত কারণে পান্না বাড়ির সবার অজান্তে ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
এ ব্যাপারে নাসিরনগর থানার ওসি আবু জাফর বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনও কেউ অভিযোগ করেননি। তবে অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।
আকাশ নিউজ ডেস্ক 
























