অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিরস্ত্র মানুষের ওপর ইসরায়েলি বাহিনীর হত্যাযজ্ঞের নিন্দা জানিয়েছেন যুক্তরাজ্যের লেবার পার্টির নেতা জেরেমি করবিন। শনিবার এক বিবৃতিতে ওই ঘটনাকে তিনি অবৈধ ও অমানবিক হিসেবে আখ্যায়িত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
জেরেমি করবিন বলেন, শুক্রবার গাজায় বহু নিরস্ত্র ফিলিস্তিনি বিক্ষোভকারী ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে অনেকে হতাহত হয়েছেন।
লেবার পার্টির নেতা বলেন, গাজা উপত্যকার অধিকাংশ মানুষ রাষ্ট্রহীন শরণার্থী। দীর্ঘ এক দশকজুড়ে তারা ইসরায়েলি অবরোধের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। তাদের মৌলিক মানবাধিকার ও রাজনৈতিক অধিকারকে প্রত্যাখ্যান করা হয়েছে। তিন ভাগ মানুষের মধ্যে দুই ভাগেরও বেশি মানুষ মানবিক সাহায্যের ওপর নির্ভরশীল।
এদিকে হুমকি উপেক্ষা করে ভূমি দিবসের কর্মসূচির খবর সংগ্রহ গিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে গাজা উপত্যকায় প্রাণ হারিয়েছে সাংবাদিকরাও। এদিন ইসরায়েলি গুলিতে নিহত হয়েছেন ৯ ফিলিস্তিনি। মারণাস্ত্রের বিপরীতে পাথর ছুঁড়ে প্রতিহত করতে গিয়ে আহত হয়েছে আরও সহস্রাধিক ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবারের সংঘর্ষে সাত জনের মৃত্যুর খবর দিলেও সংঘর্ষের সময় আহত এক সাংবাদিকসহ অপর একজন চিকিৎসাধীন অবস্থায় শনিবার নিহত হয়েছেন। সব মিলিয়ে শনিবার পর্যন্ত দুই সপ্তাহে ভূমি দিবসের কর্মসূচিতে নিহতের সংখ্যা দাঁড়ালো ৩১ জনে। নিরস্ত্র বিক্ষোভকারীদের হত্যার ঘটনায় ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ তৈরির আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
ভূমি দিবস উপলক্ষে ফিলিস্তিনিদের টানা ছয় সপ্তাহের বিক্ষোভের দ্বিতীয় পর্বে শুক্রবার দিন জোরালো বিক্ষোভের কর্মসূচি সফল করতে আগে থেকেই প্রস্তুতি নেয় ফিলিস্তিনিরা। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী আভিগদর লিবারম্যান বৃহস্পতিবারই গুলি ছোড়া অব্যাহত রাখার হুমকি দিয়ে রাখেন। এদিন তিনি বলেন, ফিলিস্তিনি বিক্ষোভকারীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভ্যন্তরীণ নীতিমালায় পরিবর্তন আনার কোনও ইচ্ছে নেই। ইসরায়েলের সরকারি রেডিওতে তিনি বলেন, ‘কোনও ধরনের উত্তেজনা দেখা গেলে গত সপ্তাহের মতো করেই কঠোরভাবে জবাব দেওয়া হবে।’
আকাশ নিউজ ডেস্ক 
























