অাকাশ জাতীয় ডেস্ক:
দিনাজপুরের বিরামপুরে ট্রলিচাপায় এক কিশোরী নিহত হয়েছে। শুক্রবার দুপুরে সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রিয়া মণ্ডল (১৬) দিনাজপুরের হাকিমপুর উপজেলার সাধুরিয়া গ্রামের বলয় মণ্ডলের মেয়ে।
স্থানীয়রা জানান, সে তার চাচার মোটরসাইকেলযোগে ফুলবাড়ী উপজেলায় শ্রাদ্ধ অনুষ্ঠানে যাচ্ছিল। বিরামপুর শহরের সোনালী ব্যাংকের সামনে মোটরসাইকেল ব্রেক করায় প্রিয়া মোটরসাইকেল থেকে পাকা রাস্তায় পড়ে যায়। এ সময় মাটিবাহী একটি ট্রলি প্রিয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিরামপুর থানার এসআই রজব আলী জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ট্রলিটি জব্দ করা হয়েছে; কিন্তু চালক পলাতক রয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























