অাকাশ স্পোর্টস ডেস্ক:
২০১৪ লুইস সুয়ারেজ যখন বার্সেলোনায় যোগ দেন। সেই স্মৃতি এখনো তরতাজা লিভারপুল সমর্থকদের মনে। সেই সময় কাতালান সংবাদমাধ্যমগুলো লুইস সুয়ারেজের দলবদলের ব্যাপারে নিয়মিত আপডেট দিচ্ছিল। তিন বছর পর লিভারপুলেল আরেক তারকা ফিলিপে কৌতিনহোর ব্যাপারেও তেমনটি ঘটতে যাচ্ছে।
চলতি দলবদলের শুরু থেকেই কৌতিনহোর দিকে নজর ছিল বার্সেলোনা। নেইমার পিএসজিতে চলে যাওয়ায় তার জায়গায় এই লিভারপুল ফরোয়ার্ড পেতে মরিয়া বার্সা। মুন্দো দেপোর্তিভো এবং বেশ কয়েকটি স্প্যানিশ গণমাধ্যমের দাবি, সুয়ারেজের মতোই একই পথ বেছে নিতে যাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা কৌতিনহো।
রোববার মুন্দো দেপোর্তিভো সংবাদ প্রকাশ করে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কৌতিনহোকে নিজেদের খেলোয়াড় হিসেবে ঘোষণা করবে বার্সেলোনা। অন্যদিকে মুন্দো স্পোর্ত জানায়, কৌতিনহোর ব্যাপারে কঠোর অবস্থান থেকে সরে এসেছে লিভারপুল।
লিভারপুল শুরু থেকেই কৌতিনহোকে বিক্রি করবে বলে জানিয়ে আসছিল। তবে এই ব্রাজিলিয়ান তারকার জন্য ১০০ মিলিয়ন ইউরোর ‘বিড’ করে কাতালানরা। কৌতিনহোও নাকি বার্সেলোনায় আসার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন। আর তেমনটি হলে, নেইমারের জাতীয় দলের সতীর্থের ন্যু-ক্যাম্পে আসা ঠেকাতে পারবে না লিভারপুল।
আকাশ নিউজ ডেস্ক 
























