আকাশ বিনোদন ডেস্ক :
রেস থ্রির আবুধাবির শিডিউল শেষ করে মুম্বাইতে ফিরেছেন সালমান খান। দেশে পা রাখতে না রাখতেই ভাইরাল হল সালমান খানের গুলির একটি ভিডিও। ওই ভিডিওতে বাইক নিয়ে স্টান্ট করতে দেখা যাচ্ছে সালমান খানকে। সেই সঙ্গে গুলি চালাতেও দেখা গেছে তাকে।
রেস থ্রি যে আগের দুটির চেয়েও মারদাঙ্গা ছবি হবে এই ভিডিওটি তার প্রমাণ। শুধু তাই নয়, সালমান খানের ওই ভিডিও প্রকাশ্যে আসতেই তা শেয়ার করতে শুরু করেন ভক্তরা। তাই ভাইরাল হতেও সময় লাগেনি ভাইজানের স্টান্ট ও গুলির ভিডিও।
উল্লেখ্য, রেস এবং রেস টু-তে সাইফ আলি খান-কে প্রধান চরিত্রে দেখা গেলেও, এবার সেখানে দেখা যাবে সালমান খান-কে। পাশাপাশি এই সিনেমায় অনিল কাপুর, ববি দেওল, জ্যাকুলিন ফার্নান্দেজ এবং ডেইজি শাহ-কেও দেখা যাবে। রেস থ্রি দিয়েই বলিউডে কামব্যাক করছেন ববি দেওল।
আকাশ নিউজ ডেস্ক 























