অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ক্রমেই বিপজ্জনক শহরে পরিনত হচ্ছে লন্ডন। নিরাপত্তাহীনতা বোধ করছেন শহরের বাসিন্দারা। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে নতুন বছরে এ পর্যন্ত ৪৬টি হত্যাকান্ড ঘটেছে লন্ডনে। অপর দিকে নিউইয়র্কে হয়েছে ৫০টি। বিগত দুইমাসে লন্ডনে হত্যাকান্ডের সংখ্যা নিউ ইয়র্কে হত্যার হারকে ছাড়িয়ে গেছে।
বিবিসি জানিয়েছে জানুয়ারীতে লন্ডনে ৮টি হত্যাকান্ড হলেও নিউইয়র্কে হয় ১৮টি। তবে ফেব্রুয়ারী নিউইয়র্কে তা কমে দাড়াঁয় ১১ আর লন্ডনে বেড়ে হয় ১৫টি। মার্চ মাসে লন্ডনে ২২টি আর নিউইয়র্কে হয় ২১টি।
গত রবিবার ২০বছর বয়সী এক স্কটিশ যুবককে হত্যার মধ্য দিয়ে এ বিষয়টি আলোচনায় উঠে আসে। এবছর মার্চের মধ্যেই এ পর্যন্ত ৩১টি হত্যাকান্ড সংঘটিত হয়েছে শুধু ছুরিকাঘাতে। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে এ ধরণের হামলার পেছনে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে খুব দ্রুত যেকোনো ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এরফলেও সহিংসতা অনেকখানিই বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিউ ইয়র্ক ও বোস্টনের মত শহরগুলোতে পুলিশের জন্য বরাদ্দকৃত সম্পদের পরিমাণ বেশি। সেই তুলনায় লন্ডনের রাস্তায় পুলিশের সংখ্যা অনেক কম। এছাড়াও লন্ডনের রাস্তায় পুলিশের সংখ্যা কমিয়ে নেয়াকেও এর পেছনে দায়ী বলে মনে করছেন সমালোচকরা। এ প্রসঙ্গে লন্ডনের মেয়র সাদিক খানের মুখপাত্র শহরটির নিরাপত্তা জোরদার প্রসঙ্গে দায়িত্বরত পুলিশদের কঠোর পরিশ্রমের অনুরোধ জানান।
আকাশ নিউজ ডেস্ক 
























