আকাশ বিনোদন ডেস্ক :
‘সম্পর্ক’ নামে নতুন একটি ধারাবাহিকে জুটিবদ্ধ হয়েছেন এ সময়ের জনপ্রিয় অভিনেতা জোভান ও অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর।জান্নাতুল ফেরদৌস এনার রচনা ও মুশফিক কল্লোলের পরিচালনায় নির্মিত ‘সম্পর্ক’ ধারাবাহিকে আরও অভিনয় করেছেন- শর্মিলী আহমেদ, নিমা রহমান, কায়েস চৌধুরী, মোহম্মদ তারিক নিয়াজ, করবী মিজান, সেতু ফাল্গুনী, এ কে আজাদ সেতু, হিমে হাফিজ, দোলন দে, প্রনীল এমিলা হক প্রমুখ।
ধারাবাহিক ‘সম্পর্ক’ নিয়ে জোভান বলেন, চমৎকার একটি গল্পের নাটক। চরিত্রগুলোর সাবলীলতা আছে। সম্পর্কের টানাপোড়েনগুলোও এখানে নির্মাণের মুন্সিয়ানা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন কল্লোল ভাই। নাটকটি প্রচারের অপেক্ষায় ছিলাম। আশা করছি এটি দর্শকপ্রিয়তা পাবে।
এ বিষয়ে পরিচালক মুশফিক কল্লোল জানান, ধারাবাহিকটি মঙ্গলবার থেকে এশিয়ান টিভিতে প্রচার শুরু হবে। প্রতি সপ্তাহের মঙ্গল ও বুধবার রাত ৮টা থেকে প্রচারিত হবে। আশা করি সবার ভালো লাগবে।
পিআর প্রোডাকশনের ব্যানারে নির্মিত হয়েছে ধারাবাহিক ‘সম্পর্ক’।
আকাশ নিউজ ডেস্ক 























