আকাশ বিনোদন ডেস্ক :
দ্রুত গতিতে ছুটছে টাইগার শ্রফ ও দিশা পাটানি অভিনীত ‘বাঘি ২’। আহমেদ খান পরিচালিত সিনেমাটি বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে। গতকাল কর্মব্যস্ত সোমবারেও সিনেমাটি ভারতজুড়ে আয় করেছে ১২.১০ কোটি রুপি।
গুড ফ্রাইডে’তে মুক্তি পাওয়া সিনেমাটি প্রথম দিনেই আয় করে ২৫.১০ কোটি রুপি। এর পর যথাক্রমে শনিবার ২০.৪০ কোটি, রোববারে (ভারতে সরকারি ছুটির দিন এবং ইস্টার সানডে) ২৭.৬০ কোটি এবং সোমবার ১২.১০ কোটি রুপি ব্যবসা করেছে। শুধু ভারতে সিনেমাটি মোট ব্যবসা করেছে ৮৫.২০ কোটি রুপি।
ভারতখ্যাত ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ বিষয়টি তাঁর ট্যুইটার পোস্টের মাধ্যমে নিশ্চিত করেন। তিনি এ-ও আশা করেন, খুব শিগগগিরই ১০০ কোটি আয়ের মাইলফলক র্স্পশ করবে `বাঘি ২`।
সূত্র: ডেকন ক্রনিকল, ডিএনএ
আকাশ নিউজ ডেস্ক 























