অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় টাকা দিতে অস্বীকার করায় ৭০ বছর বয়সী বাবাকে নির্মমভাবে পুড়িয়ে মারল পাষাণ্ড ছেলে। ঘটনাটি ঘটেছে রানাঘাট থানার রাবানবার গ্রামে। খবর প্রকাশ করেছে পিটিআই।
এক পুলিশ কর্মকর্তা বলেন, নিহত ব্যক্তির নাম বৈদ্যনাথ বিশ্বাস। তিনি তার কয়েকটি গাছ বিক্রি করে ৯০ হাজার রূপী পান। তার ছেলে অবোধ বিশ্বাস সেই টাকার কিছু অংশ চাইলে তিনি তা দিতে অস্বীকার করেন।
ঘুমন্ত অবস্থায় অবোধ তার বাবার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় তার মা সরস্বতী বিশ্বাস স্বামীকে বাঁচাতে গিয়ে পুড়ে যান। মাকে বাঁচাতে গিয়ে অবোধও পুড়ে যায়। তাদের তিন জনকেই হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা বৈদ্যনাথ বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। পরে বৈদ্যনাথের অপর ছেলে সুবোধ বিশ্বাস রানাঘাট থানায় অবোধের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
আকাশ নিউজ ডেস্ক 

























