আকাশ জাতীয় ডেস্ক:
ঝিনাইদহ সদর উপজেলার বাকড়ি গ্রামের নবগঙ্গা নদী থেকে ফিরোজা খাতুন (৩৪) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল ৫ টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ফিরোজা খাতুন সদর উপজেলার পানামি গ্রামের আবুবকর সিদ্দিকের ইসলামের স্ত্রী।
স্থানীয়রা জানায়, বাকড়ি গ্রামের নবগঙ্গা নদীতে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে নদী থেকে লাশ উদ্ধার করে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক শেখ জানান, লাশটি নদী থেকে উদ্ধার করা হয়েছে। তবে লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নদী থেকে উঠানোর পর তার মুখ থেকে কীটনাশকের গন্ধ বের হচ্ছিল। ধারনা করা হচ্ছে সে কীটনাশক পান করার পর পানিতে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশের এই কর্মকর্তা জানান।
আকাশ নিউজ ডেস্ক 
























