অাকাশ জাতীয় ডেস্ক:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার একটি মসজিদের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার দর্শনা পৌর এলাকার মোহাম্মদপুর মসজিদের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
দর্শনা তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিকুল ইসলাম জানান, মোহাম্মদপুর মসজিদের পাশে অজ্ঞাত যুবকের লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের পড়নে সাদা ও গ্রে কালারের লুঙ্গি ও হোলসিম সিমেন্টের টিশার্ট ছিল। নিহত যুবকের গায়ের রং ফর্সা বলে জানান তিনি।
আকাশ নিউজ ডেস্ক 
























