অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
তুরস্কের উত্তরাঞ্চলে ইগদির প্রদেশে অবৈধ অভিবাসীবাহী একটি বাস রাস্তার ল্যাম্প পোস্টের সঙ্গে ধাক্কা লেগে আগুন ধরে যায়। এতে দুর্ঘটনায় ১৭ জন নিহত ও অপর ৩৬ আহত হন। শুক্রবার দেশটির গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়। খবর এএফপির।
দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, আহত বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু জানায়, বৃহস্পতিবার বাসটি ইগদির-কারস মহাসড়কের ওপর দিয়ে ইরান, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আগত অবৈধ অভিবাসীদের নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনায় পতিত হয়।
খবরে বলা হয়, বাসটিতে ১৪ জন ধারণ ক্ষমতা সম্পন্ন। কিন্তু বাসটিতে যাত্রী ছিল ৫০ জনের বেশি। অন্য আরেকটি বাস থেকে ৩০ জন অবৈধ অভিবাসীকে পুলিশ আটক করেছে।
আকাশ নিউজ ডেস্ক 

























