অাকাশ জাতীয় ডেস্ক:
পাওনাদারের টাকা পরিশোধ করে না পেরে বাগেরহাটের কচুয়ার এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। তার নাম মান্নান সিকদার।
শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার বাধাল ইউনিয়নের সাংদিয়া গ্রামে বাড়ির সফেদা গাছ থেকে মান্নান সিকদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মান্নানের স্ত্রী পেয়ারা বেগম বলেন, তার স্বামী মাছ ব্যবসায়ী। এক বছর আগে তাদের বড় ছেলে সোহেল সিকদারের দুর্ঘটনায় পা ভেঙে যায়। তার চিকিৎসা করাতে প্রায় ৬/৭ লাখ টাকা ঋণ হয়। টাকার জন্য পাওনাদাররা চাপ দিচ্ছিল। এতে বেশ কিছুদিন ধরে মান্নান মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।
বৃহস্পতিবার রাতে বাড়ির সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে সবার অগোচরে মান্নান বাড়ির ভেতরে থাকা সফেদা গাছে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে বলে ধারণা করছেন পেয়ারা বেগম।
স্থানীয় গ্রামবাসী ও পরিবারের বরাত দিয়ে কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল হক বলেন, পাওনাদারদের টাকার চাপে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
আকাশ নিউজ ডেস্ক 
























