ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশ গড়ার ক্ষেত্রে শ্রমিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : মঈন খান মোস্তাফিজকে বাদ দিয়ে বিশ্বকাপ দল গঠনের সুপারিশ আইসিসির আমরা মা-বোনদের নিরাপত্তার ব্যাপারে অত্যন্ত এটেন্টিভ : ডা. শফিকুর রহমান আন্তর্জাতিক আদালতে সাক্ষ্য দিতে যাচ্ছেন তিন রোহিঙ্গা নির্বাচনে ৫ লাখ ৫৫ হাজার আনসার-ভিডিপি দায়িত্ব পালন করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গুলি ছুড়ে যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ ইরানি কর্তৃপক্ষকে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান জাতিসংঘ মহাসচিবের দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে মাহফিল শোনার দরকার নেই :জামায়াতের আমির মো. মিজানুর রহমান বনশ্রীতে স্কুলছাত্রী খুনের ঘটনায় রেস্তোরাঁ কর্মী মিলন গ্রেপ্তার নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ : মির্জা ফখরুল

তফসিল ঘোষণার একদিন আগে ভোট, জিতল বিএনপি

অাকাশ জাতীয় ডেস্ক:

খুলনা সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে বিএনপি-সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী শেখ সামসুদ্দিন আহমেদ প্রিন্স বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর প্রাপ্ত ভোট ৪ হাজার ৬৯৩। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগ-সমর্থিত মিজানুর রহমান মিজা তরফদার পেয়েছেন ৩ হাজার ১৫২ ভোট।

জেলা নির্বাচন কর্মকর্তা ইউনুস আলী জানান, ভোট প্রদানের হার ছিল ৫৯ দশমিক ০৮৪ শতাংশ। খুলনা সিটি করপোরেশনের নির্বাচনী তফসিল ঘোষণার মাত্র এক দিন আগে আজ বৃহস্পতিবার ৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে উপনির্বাচন হয়। বিএনপি-সমর্থিত কাউন্সিলর শওকত আলমের মৃত্যু হওয়ায় এই উপনির্বাচন হয়।

খুলনা সিটি করপোরেশনের এই ৬ নম্বর ওয়ার্ডটি খালিশপুর ও দৌলতপুর থানার কিছু এলাকা নিয়ে গঠিত। এখানে মোট ভোটারের সংখ্যা ১৪ হাজার ১৪৬ জন। জেলা নির্বাচন কর্মকর্তা মো. ইউনুস আলী জানান, সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে মোট নয়টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়, চলে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনে মোট প্রার্থী ছিলেন চারজন। এঁরা হলেন বিএনপি-সমর্থিত প্রার্থী নিহত কাউন্সিলরের ছেলে শেখ সামসুদ্দিন আহম্মেদ প্রিন্স, আওয়ামী লীগ সমর্থিত মিজানুর রহমান মিজা তরফদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের তরিকুল ইসলাম কবির ও স্বতন্ত্র শেখ লুৎফর রহমান। খুলনা ও গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ৩১ মার্চ ঘোষণা করা হবে বলে জানিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)।

গত ১৯ মার্চ নির্বাচন ভবনে আয়োজিত সভা শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেছিলেন, ‘পাঁচ সিটি করপোরেশনের মধ্যে খুলনা ও গাজীপুর সিটির ভোটের তফসিল ৩১ মার্চ ঘোষণা করা হবে। নির্ধারিত সময় রেখেই এ ভোটের তারিখ নির্ধারণ করবে ইসি।’

ইসি সচিব বলেন, গাজীপুর সিটি করপোরেশনে ২০১৩ সালের ৬ জুলাই ও খুলনা সিটিতে ২০১৩ সালের ১৫ জুন ভোট হলেও দুই সিটির প্রথম সভা সেপ্টেম্বরে হয়েছিল। সে হিসাবে মার্চ থেকেই ভোটের দিনক্ষণ শুরু হয়েছে। এ দুই সিটির ভোটের মেয়াদ শেষ হবে ২০১৮ সালের ৮ সেপ্টেম্বরের মধ্যে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনানুযায়ী মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিন আগের সময়ে ভোটের বাধ্যবাধকতা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশ গড়ার ক্ষেত্রে শ্রমিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : মঈন খান

তফসিল ঘোষণার একদিন আগে ভোট, জিতল বিএনপি

আপডেট সময় ০৩:৫১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

খুলনা সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে বিএনপি-সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী শেখ সামসুদ্দিন আহমেদ প্রিন্স বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর প্রাপ্ত ভোট ৪ হাজার ৬৯৩। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগ-সমর্থিত মিজানুর রহমান মিজা তরফদার পেয়েছেন ৩ হাজার ১৫২ ভোট।

জেলা নির্বাচন কর্মকর্তা ইউনুস আলী জানান, ভোট প্রদানের হার ছিল ৫৯ দশমিক ০৮৪ শতাংশ। খুলনা সিটি করপোরেশনের নির্বাচনী তফসিল ঘোষণার মাত্র এক দিন আগে আজ বৃহস্পতিবার ৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে উপনির্বাচন হয়। বিএনপি-সমর্থিত কাউন্সিলর শওকত আলমের মৃত্যু হওয়ায় এই উপনির্বাচন হয়।

খুলনা সিটি করপোরেশনের এই ৬ নম্বর ওয়ার্ডটি খালিশপুর ও দৌলতপুর থানার কিছু এলাকা নিয়ে গঠিত। এখানে মোট ভোটারের সংখ্যা ১৪ হাজার ১৪৬ জন। জেলা নির্বাচন কর্মকর্তা মো. ইউনুস আলী জানান, সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে মোট নয়টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়, চলে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনে মোট প্রার্থী ছিলেন চারজন। এঁরা হলেন বিএনপি-সমর্থিত প্রার্থী নিহত কাউন্সিলরের ছেলে শেখ সামসুদ্দিন আহম্মেদ প্রিন্স, আওয়ামী লীগ সমর্থিত মিজানুর রহমান মিজা তরফদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের তরিকুল ইসলাম কবির ও স্বতন্ত্র শেখ লুৎফর রহমান। খুলনা ও গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ৩১ মার্চ ঘোষণা করা হবে বলে জানিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)।

গত ১৯ মার্চ নির্বাচন ভবনে আয়োজিত সভা শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেছিলেন, ‘পাঁচ সিটি করপোরেশনের মধ্যে খুলনা ও গাজীপুর সিটির ভোটের তফসিল ৩১ মার্চ ঘোষণা করা হবে। নির্ধারিত সময় রেখেই এ ভোটের তারিখ নির্ধারণ করবে ইসি।’

ইসি সচিব বলেন, গাজীপুর সিটি করপোরেশনে ২০১৩ সালের ৬ জুলাই ও খুলনা সিটিতে ২০১৩ সালের ১৫ জুন ভোট হলেও দুই সিটির প্রথম সভা সেপ্টেম্বরে হয়েছিল। সে হিসাবে মার্চ থেকেই ভোটের দিনক্ষণ শুরু হয়েছে। এ দুই সিটির ভোটের মেয়াদ শেষ হবে ২০১৮ সালের ৮ সেপ্টেম্বরের মধ্যে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনানুযায়ী মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিন আগের সময়ে ভোটের বাধ্যবাধকতা রয়েছে।