অাকাশ জাতীয় ডেস্ক:
বাসায় গিয়ে সদ্য স্বামীহারা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন ও তার পরিবারকে সমবেদনা জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার রাতে তিনি দলের কয়েকজন কেন্দ্রীয় নেতাসহ খালেদা ইয়াসমিনের বাসায় গিয়ে তাদের প্রতি সমবেদনা জানান। দুই দিন আগে সিঙ্গাপুরে চিকিৎসারত অবস্থায় খালেদা ইয়াসমিনের স্বামী বিএসএমএমইউর গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সাবেক অধ্যাপক ও অ্যাপোলো হাসপাতাল ( ঢাকার) কন্সালট্যান্ট ডা. মো. মুজিবুর রহমান ভূঁইয়া মারা যান।
ফখরুলের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ড. এমাজউদ্দিন আহমেদ, বিএনপি নেতাদের মধ্যে ছিলেন আব্দুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, ডা. এজেড এম জাহিদ হোসেন, খায়রুল কবির খোকন, শিরিন সুলতানা, ডা. ফাওয়াজ শুভ প্রমুখ।
আকাশ নিউজ ডেস্ক 






















