অাকাশ জাতীয় ডেস্ক:
চাঁদাবাজি বন্ধসহ ৫ দফা দাবিতে বুধবার ঢাকা-মানিকগঞ্জ রুটে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট ডেকেছে ঢাকা (গাবতলী) জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
এদিকে রাজপথে থেকে এই ধর্মঘট প্রতিহতের ঘোষণা দিয়েছে মানিকগঞ্জ জেলা বাস, মনিবিাস, মাইক্রোবাস, অটোটেম্পু ওনার্স গ্রুপ ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা।
মঙ্গলবার দুপুরে ধর্মঘটের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠন দুটির নেতাকর্মীরা এ ঘোষণা দেন।
দুপুরে মানিকগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে বাস, মিনিবাস, মাইক্রোবাস, অটোটেম্পু ওনার্স গ্রুপের সভাপতি ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সভাপত্বিতে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক পৌর মেয়র রমজান আলী, সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক আফম সুলতানুল আজম আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিয়াকত আলী ভান্ডারী, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফছার আলী, পৌর আওয়ামী লীগ সভাপতি মোনায়েম খান ও জেলা শ্রমিক ইউনিয়নের আহবায়ক আব্দুল জলিল প্রমুখ।
পরে ধর্মঘটের প্রতিবাদে মানিকগঞ্জ প্রেসক্লাবে মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন নেতৃবৃন্দ।
আকাশ নিউজ ডেস্ক 
























