ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ ‘আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না’ গুম হওয়া পরিবারের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান কালি নয়, জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ লেখা হয়েছে : আলী রীয়াজ প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি নির্বাচন ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে : দুদু আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকাশক্তি : খন্দকার মোশাররফ

যক্ষ্মায় আক্রান্ত পূজার পাশে সালমান

আকাশ বিনোদন ডেস্ক :

মাত্র একটি ছবিতে বলিউড সুপারস্টার সালমান খানের সহ-অভিনেত্রী হিসেবে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন পূজা দাদওয়াল। সালমান অভিনীত ‘বীরগতি’ ছবিতে অতুল অগ্নিহোত্রীর নায়িকা ছিলেন পূজা।

সেই পূজা ২০ দিনেরও বেশি সময় ধরে মুম্বাইয়ের একটি টিভি হাসপাতালে পড়ে আছেন। যক্ষ্মায় আক্রান্ত তিনি। অবস্থা এতটাই খারাপ যে, টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না। বাধ্য হয়ে তাই সপ্তাহ খানেক আগে গণমাধ্যমের মাধ্যমে সালমানের কাছে সাহায্য চেয়েছিলেন।

একটু দেরিতে হলেও পূজার সেই আবেদন পৌছালো ভাইজানের কাছে। সাড়াও দিলেন। রবিবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ‘সত্যি খুব খারাপ খবর। আমি আজই ওর কথা জানলাম। পূজা যে এই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, তা জানতাম না। যতদূর সম্ভব ওকে সাহায্য করার চেষ্টা করব। ও নিশ্চয়ই ভালো হয়ে যাবে।’

দিন কয়েক আগেই পূজার অসুস্থতার খবর প্রকাশ্যে আসে। গণমাধ্যমের মাধ্যমে তিনি এক ছবির সহ-অভিনেতা সালমানের কাছে চিকিৎসার জন্য আবেদন করেছিলেন। তখন পূজা বলেছিলেন, ‘ছয় মাস আগে জানতে পারি, আমার যক্ষা ও ফুসফুসে সংক্রমণ হয়েছে। সাহায্যের জন্য সালমান খানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। কিন্তু এখনও তার সঙ্গে কোনো কথা বলতে পারিনি। যদি এই প্রতিবেদন পড়ে তিনি সাহায্যের জন্য এগিয়ে আসেন তবে খুবই উপকার হয়।’

পূজার ভাষ্য থেকে আরও জানা গিয়েছিল, গত ২০ দিন ধরে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। কিন্তু তার কাছে কোনো টাকা-পয়সা নেই। যেমন চিকিৎসার প্রয়োজন, তেমন চিকিৎসা তিনি পাচ্ছেন না। এক কাপ চা পান করতে হলেও অন্যের উপরে নির্ভর করতে হচ্ছে।’

অভিনয় দিয়ে ক্যারিয়ার শুরু করা পূজা ফিল্মে তেমন সুবিধা করতে পারেনি। অভিনয় ছেড়ে পরে চাকরির দিকে ঝুঁকে পড়েন। গোয়ার একটি বিলাসবহুল হোটেলের ম্যানেজার হিসেবে কাজ করতেন সাবেক এই অভিনেত্রী। বিয়ে, সংসার সবই আছে তার।

কিন্তু অসুস্থ হওয়ার পর পরিবারের লোকজন তার সঙ্গে যোগাযোগ রাখেনি। এমনকী, চিকিৎসার প্রয়োজনীয় টাকা দেয়াও বন্ধ করে দেয়। পূজার কয়েকজন কাছের বন্ধু এ সময় তার পাশে দাঁড়ায়। কিন্তু তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। বাধ্য হয়েই তিনি বলিউড ভাইজানের দারস্থ হন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ

যক্ষ্মায় আক্রান্ত পূজার পাশে সালমান

আপডেট সময় ০৯:৩৯:৪২ অপরাহ্ন, সোমবার, ২৬ মার্চ ২০১৮

আকাশ বিনোদন ডেস্ক :

মাত্র একটি ছবিতে বলিউড সুপারস্টার সালমান খানের সহ-অভিনেত্রী হিসেবে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন পূজা দাদওয়াল। সালমান অভিনীত ‘বীরগতি’ ছবিতে অতুল অগ্নিহোত্রীর নায়িকা ছিলেন পূজা।

সেই পূজা ২০ দিনেরও বেশি সময় ধরে মুম্বাইয়ের একটি টিভি হাসপাতালে পড়ে আছেন। যক্ষ্মায় আক্রান্ত তিনি। অবস্থা এতটাই খারাপ যে, টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না। বাধ্য হয়ে তাই সপ্তাহ খানেক আগে গণমাধ্যমের মাধ্যমে সালমানের কাছে সাহায্য চেয়েছিলেন।

একটু দেরিতে হলেও পূজার সেই আবেদন পৌছালো ভাইজানের কাছে। সাড়াও দিলেন। রবিবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ‘সত্যি খুব খারাপ খবর। আমি আজই ওর কথা জানলাম। পূজা যে এই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, তা জানতাম না। যতদূর সম্ভব ওকে সাহায্য করার চেষ্টা করব। ও নিশ্চয়ই ভালো হয়ে যাবে।’

দিন কয়েক আগেই পূজার অসুস্থতার খবর প্রকাশ্যে আসে। গণমাধ্যমের মাধ্যমে তিনি এক ছবির সহ-অভিনেতা সালমানের কাছে চিকিৎসার জন্য আবেদন করেছিলেন। তখন পূজা বলেছিলেন, ‘ছয় মাস আগে জানতে পারি, আমার যক্ষা ও ফুসফুসে সংক্রমণ হয়েছে। সাহায্যের জন্য সালমান খানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। কিন্তু এখনও তার সঙ্গে কোনো কথা বলতে পারিনি। যদি এই প্রতিবেদন পড়ে তিনি সাহায্যের জন্য এগিয়ে আসেন তবে খুবই উপকার হয়।’

পূজার ভাষ্য থেকে আরও জানা গিয়েছিল, গত ২০ দিন ধরে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। কিন্তু তার কাছে কোনো টাকা-পয়সা নেই। যেমন চিকিৎসার প্রয়োজন, তেমন চিকিৎসা তিনি পাচ্ছেন না। এক কাপ চা পান করতে হলেও অন্যের উপরে নির্ভর করতে হচ্ছে।’

অভিনয় দিয়ে ক্যারিয়ার শুরু করা পূজা ফিল্মে তেমন সুবিধা করতে পারেনি। অভিনয় ছেড়ে পরে চাকরির দিকে ঝুঁকে পড়েন। গোয়ার একটি বিলাসবহুল হোটেলের ম্যানেজার হিসেবে কাজ করতেন সাবেক এই অভিনেত্রী। বিয়ে, সংসার সবই আছে তার।

কিন্তু অসুস্থ হওয়ার পর পরিবারের লোকজন তার সঙ্গে যোগাযোগ রাখেনি। এমনকী, চিকিৎসার প্রয়োজনীয় টাকা দেয়াও বন্ধ করে দেয়। পূজার কয়েকজন কাছের বন্ধু এ সময় তার পাশে দাঁড়ায়। কিন্তু তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। বাধ্য হয়েই তিনি বলিউড ভাইজানের দারস্থ হন।