অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
আগামী জুনে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ভিডিও প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরন্দ্র মোদি। থ্রিডি ভিডিওতে দেখা যায়, নীল টি-শার্ট আর কালো প্যান্ট পরে যোগ ব্যায়াম শেখাচ্ছেন নরেন্দ্র মোদি।
গতকাল রেডিওর ‘মন কি বাত’ অনুষ্ঠানে ‘ফিট ইন্ডিয়া’ স্লোগানকে সামনে রেখে যোগব্যায়ামের থ্রিডি এই ভিডিও প্রকাশ করেন মোদি।
এর আগে মোদির যোগব্যায়াম নিয়ে কটাক্ষ করেছিলেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বলেছিলেন, ‘তার যোগশিক্ষক বলেছিলেন, যিনি পদ্মাসন করতে পারেন না, তিনি যোগটাই পারেন না। আর প্রধানমন্ত্রী পদ্মাসন করতেই পারেন না। পুরোটাই ভাঁওতা।’
সম্প্রতি দলের এক অধিবেশনে রাহুল বলেন, ‘কৃষকরা মরছেন, যুবকেরা কাজ পাচ্ছেন না। আর প্রধানমন্ত্রী বলছেন, ইন্ডিয়া গেটে যোগ করুন!’
এসময় রাহুলের কথার প্রতি ইঙ্গিত করে মোদি বলেন, ‘আমি যোগের শিক্ষক নই, তবে যোগ অভ্যাস করি। কয়েকজন তাদের কল্পনার মাধ্যমে আমাকে যোগ শিক্ষক বানিয়ে দিলেন!’
প্রসঙ্গত, এর আগে মোদি ভারতকে পরিচ্ছন্ন করে তোলার জন্য ‘সাচ্ছা ভারত’ অভিযানের ঘোষণা দিয়েছিলেন। তাতে সাড়াও মিলেছিল বেশ।
আকাশ নিউজ ডেস্ক 

























