অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
দক্ষিণ দিনাজপুরে এক বাঙালি গৃহকর্মীকে তিন মাস ধরে আটকে রেখে লাগাতার ধর্ষণ করেছেন। দিল্লির পটেল নগরের ৫০ বছর বয়সী এক ব্যবসায়ী বিরুদ্ধে অভিযোগ উঠেছে। গৃহকর্মীকে প্রাণনাশের হুমকি দিয়ে শারীরিক নির্যাতন এবং ধর্ষণের মত জঘণ্য কাজ করে আসছিলেন।
বাড়ির সকল সদস্যের অন্তরালে তিনি মেয়েটিকে পাশবিক নির্যাতন করতেন। ভয় ভিতি দেখিয়ে এমনটি করা হত বলে মেয়েটি কারো সঙ্গে শেয়ার করেনি।
দিল্লি পুলিশের একটি দল গোপন কবরের ভিত্তিতে অসুস্থ অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে। দিল্লির মহিলা কমিশনের চেয়ারপারসন স্বাতী মালিওয়াল বলেন, মেয়েটি শুধু বাংলা বলতে জানে বলে অভিযোগ নিতে দেরি হয়েছে।
অভিযুক্তরে বিরুদ্ধে পটেল নগর থানায় ধর্ষণ এবং অবৈধ ভাবে আটকে রাখার মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযুক্ত ব্যবসায়ী এখনও পলাতক রয়েছেন। তার গ্রেফতারের জন্য অভিযান চলছে।
আকাশ নিউজ ডেস্ক 

























