অাকাশ জাতীয় ডেস্ক:
খাগড়াছড়ি জেলা সদরের মিলনপুর এলাকায় ছুরিকাঘাতে আহত ছাত্রলীগ কর্মী মো. রাসেল মারা গেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
স্থানীয়রা জানায়, শনিবার রাত সাড়ে ৭টার দিকে মিলনপুর এলাকায় ৫-৬ জন সন্ত্রাসী রাসেলকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে নেয়ার পথে আশঙ্কাজনক অবস্থায় নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন টিটো জানান, এখনো কেউ অভিযোগ করেনি। তবে এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
নিহত রাসেল খাগড়াছড়ি জেলা সদরের কদমতলী হরিনাথ পাড়ার মো. নূর হোসেনের ছেলে ও খাগড়াছড়ি পৌরসভার ৬নং ওয়ার্ড ছাত্রলীগ কর্মী।
আকাশ নিউজ ডেস্ক 
























