অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
দুবাইয়ের মেরিন টর্চ টাওয়ারে অগ্নিকাণ্ডের পর ওই ভবনে থাকা এক দম্পতিকে ৫০ তলা থেকে সিঁড়ি দিয়ে হেঁটে নিচে নামতে হয়েছে । আগুন লাগার পর নিরাপদে নিচে নেমে আসতে হেঁটে নামা ছাড়া তাৎক্ষণিকভাবে আর কোনো উপায় ছিল না তাদের।
দক্ষিণ আফ্রিকার নাগরিক অ্যানেল বলেন, ফায়ার অ্যালার্মে তাদের ঘুম ভাঙে। মাত্র তিনদিন আগেই টর্চ টাওয়ারে উঠিছিলেন অ্যানেল ও তার স্বামী রেইমন্ড মার্টিন।
এর আগে দক্ষিণ আফ্রিকাতে থাকতে একবার ৫০ তলা হেঁটে নামতে হয়েছিল এই দম্পতিকে। তবে সেবার সত্যিকার আগুন লাগেনি, আগুন লাগলে কী করতে হবে তার মহড়া চলছিল মাত্র।
আকাশ নিউজ ডেস্ক 
























