অাকাশ জাতীয় ডেস্ক:
বগুড়ার শিবগঞ্জ উপজেলা থেকে হলি আর্টিজান হামলায় অস্ত্র সরবরাহকারী নব্য জেএমবির সদস্য হাদিসুর রহমান সাগরসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তার অপরজন হলেন, আকরাম হোসেন লিয়ন। তবে তাদের পুরো পরিচয় জানাতে পারেনি পুলিশ।
বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার গভীর রাতে গোপন সংবাদে অভিযান চালিয়ে শিবগঞ্জ উপজেলার কিচক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি নূরে আলম সিদ্দিকী।
আকাশ নিউজ ডেস্ক 
























