অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ইরান কখনোই কোনো ধরনের বিচ্ছিন্নতা মেনে নেবে না। দ্বিতীয় মেয়াদে শপথ নেয়ার পর বৃহস্পতিবার রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক অনুষ্ঠানে আলাপকালে তিনি এ কথা বলেন। এক খবরে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
হাসান রুহানি বলেন, নির্বাচন শেষ হয়ে গেছে, এখন সময় এসেছে একসঙ্গে কাজ করার। একে অপরকে সহযোগিতার সময় এসে গেছে। যারা ইরানকে ভালবাসেন, উন্নতি কামনা করেন তাদের সকলের প্রতি আমার এই অনুরোধ। আপনাদের দিকে আমার হাত বাড়িয়ে দেয়া অাছে।
আকাশ নিউজ ডেস্ক 
























