অাকাশ জাতীয় ডেস্ক:
সাতক্ষীরায় আগুন লেগে পানের বাগানের দুই লক্ষাধিক টাকার পান পুড়ে গেছে। সোমবার বিকেল ৫ টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ভাগবাহ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
বরজ মালিক বৃন্দাবন দে জানান, পানের বরজে আগুন লেগে ধোঁয়া উঠতে দেখে পরিবারের লোকজনকে সাথে নিয়ে সোমবার বিকেল পাঁচটার দিকে ঘটনাস্থলে যান তিনি। এ সময় পাড়া প্রতিবেশিরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করার আগেই বাগানটি পুড়ে ছাই হয়ে যায়। তবে কিভাবে আগুন লেগেছে তা তিনি বলতে পারেননি। এতে তার দু লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, তিনি মোবাইলে ঘটনাটি শুনেছেন।
আকাশ নিউজ ডেস্ক 
























