আকাশ বিনোদন ডেস্ক:
প্রথমবারের মতো এক ছবিতে জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে অভিনয় করেছেন এ প্রজন্মের চিত্রনায়িকা অধরা খান। যুগল পরিচালক ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত ‘নায়ক’ ছবিতে তাদের একসঙ্গে দেখা যাবে।
এতে এ দুই নায়িকা দুই বোনের চরিত্রে অভিনয় করছেন। গতকাল এফডিসিতে দুই বোনের বিভিন্ন দৃশ্যের শুটিং হয়। শুটিংয়ের ফাঁকে মৌসুমীর কাছ থেকে চলচ্চিত্রবিষয়ক টিপস নিয়েছেন অধরা। এমনটাই জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘অভিনয় জানা নতুন শিল্পীদের চলচ্চিত্রে আসা খুব জরুরি। নতুনরা অনেক স্বপ্ন, আশা নিয়ে চলচ্চিত্রে কাজ করতে আসে। তারা যেন সুন্দরভাবে পথচলার সুযোগ পায় এ শুভ কামনা আমার সবসময়ই।
অধরার চমৎকার এক শিল্পী মন আছে, শিল্পকে ভালোবেসে এর জন্য নিবেদিত হয়ে ধৈর্য ধরে কাজ করার একাগ্রতা আছে তার মধ্যে। ধৈর্য ধরে কাজ করলে সে অনেকদূর যেতে পারবে।’ মৌসুমীর সঙ্গে কাজ করতে পারাটা নিজের অভিনয় জীবনের অন্যতম অর্জন বলে বিবেচনা করেন অধরা খান। তিনি বলেন, ‘মৌসুমী আপুকে নিয়ে কোনোরকম কিছু বলার যোগ্যতাই হয়নি আমার।
তারপরও বলব নায়ক ছবিতে তিনি আমার বড় বোনের চরিত্রে অভিনয় করলেও কাজ করতে গিয়ে বারবারই আমার মনে হয় যে তিনি আমার সত্যিকারের বড় বোন। তিনি আমাকে এত ভালোবাসেন, আদর করেন যার কোনোকিছুতেই তুলনা হয় না। আমি কৃতজ্ঞ ইস্পাহানি আরিফ জাহান স্যারের কাছে, আমাকে এত বড় একটি সুযোগ দেয়ার জন্য।’
যাদুকাঠি মিডিয়া প্রযোজিত নায়ক ছবিতে মৌসুমীর বিপরীতে অভিনয় করছেন অমিত হাসান। অধরা অভিনয় করছেন বাপ্পি চৌধুরীর বিপরীতে। এ মুহূর্তে ছবিটির দ্বিতীয় লটের শুটিং চলছে। এরপর গানের শুটিংয়ের মধ্য দিয়ে ক্যামেরা ক্লোজ করা হবে বলে জানিয়েছেন পরিচালক।
আকাশ নিউজ ডেস্ক 























