অাকাশ জাতীয় ডেস্ক:
নাটোরের সিংড়ায় রাতের আঁধারে এক দম্পতিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
শনিবার গভীর রাতে উপজেলার তাজপুর ইউনিয়নের তাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত দম্পতি হলেন- বিমল চন্দ্র ঘোষ (৪৫) ও বেলী চন্দ্র ঘোষ (৩৫)। তাদের বাড়ি একই এলাকায়।
সিংড়া থানার ওসি তদন্ত নিয়ামুল আলম জানান, শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার হাটতাজপুর গ্রামে ঘরের জানালা ভেঙে বিমল চন্দ্র ঘোষ ও তার স্ত্রী বেলী চন্দ্র ঘোষকে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
পরে এলাকাবাসী তাদের আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা বা কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন জানান, গভীর রাতে হিন্দু দম্পতিকে কুপিয়ে জখম এটি খুবই দুঃখজনক ঘটনা। তিনি শুনেছেন ৭-৮ জনের একটি গামছা বাহিনী এ ঘটনাটি ঘটিয়েছে। আহতদের মাথা, গলা ও হাতে একাধিক কোপের চিহ্ন রয়েছে।
তিনি আরও জানান, ওই দম্পতি খুবই সাদাসিধে জীবনযাপন করতেন। এলাকায় তাদের কারও সঙ্গে কোনো বিরোধ নেই বললেই চলে।
আকাশ নিউজ ডেস্ক 

























