অাকাশ জাতীয় ডেস্ক:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে আগুনে ৩টি বাড়ি পুড়ে ছাই হয়েছে। এতে দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা। সোমবার ভোর ৪টার দিকে উপজেলার কুটিচন্দ্রখানা গ্রামের একতা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সোমবার ভোরে আইয়ুব আলীর গোয়াল ঘরে জ্বালানো মশার কয়েল থেকে আগুন ছড়িয়ে পড়ে। এসময় কপিল, ফজলু ও আইয়ুবের বাড়ির গবাদি পশুসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়। স্থানীয়রা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আছিয়া নামের এক নারী আহত হন।
স্থানীয় ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের নগদ পনেরো হাজার টাকা দিয়েছেন।
আকাশ নিউজ ডেস্ক 
























