অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
যুক্তরাজ্যে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত হামিদ বায়েদিনেজাদকে হত্যার হুমকি দিয়েছে একটি উগ্র ধর্মীয় গোষ্ঠীর সদস্যরা। টুইটারের মাধ্যমে এ কথা জানিয়েছেন ওই রাষ্ট্রদূত।
এর আগে গত শুক্রবার লন্ডনের ইরানি দূতাবাসে হামলা করেছিল সন্ত্রাসীরা। খবর ইরানি গণমাধ্যম পার্সটুডের।
নিজের টুইটার অ্যাকাউন্টে হুমকিদাতার পরিচয় তুলে ধরেন হামিদ। হোসেইন মারাসি কাজভিনি নামে ওই ব্যক্তির ছবি ও টুইটারে দেয়া হুমকি তুলে ধরেন ইরানি রাষ্ট্রদূত। তিনি আশা করেন, ইরানের বিচার বিভাগ বিষয়টি বিবেচনায় নেবে। মারাসি কাজভিনিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ইরানি রাষ্ট্রদূতের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ তুলেছেন।
গত শুক্রবার লন্ডনে ইরানি দূতাবাসের দেয়াল বেয়ে উঠে জাতীয় পতাকা নিচে নামিয়ে ফেলেন কয়েক ব্যক্তি। এ সময় ব্রিটিশ পুলিশ অনেকটা নিষ্ক্রিয় ছিল। এ ঘটনার জন্য ব্রিটিশ রাষ্ট্রদূতকে গত শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।
আকাশ নিউজ ডেস্ক 
























