আকাশ বিনোদন ডেস্ক:
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রেখা ও অভিনেতা সালমান খান। ১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘বিবি হো তো অ্যায়সি’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। এরপর আর কোনো ছবিতে একসঙ্গে দেখা যায়নি তাদের।
নতুন খবর হলো ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’ ছবির তৃতীয় কিস্তি ‘ইয়ামলা পাগলা দিওয়ানা: ফির সে’তে দেখা যাবে রেখা ও সালমানকে। এর মধ্য দিয়ে ৩০ বছর পর একসঙ্গে অভিনয় করবেন তারা।
জানা গেছে, ছবির একটি গানে একসঙ্গে দেখা যাবে রেখা ও সালমানকে। গানে তাদের পাশাপাশি আরও দেখা যাবে বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র, শত্রুঘ্ন সিনহা ও অভিনেত্রী সোনাক্ষী সিনহাকে। সূত্র:আনান্দবাজার।
আকাশ নিউজ ডেস্ক 























