অাকাশ জাতীয় ডেস্ক:
বিয়ের দাওয়াত খেতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দাদি সাজেদা বেগম (৬৫) ও নাতি হাবিব খান (৫)। মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ইটভর্তি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তারা নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে। নিহত সাজেদা বেগম উপজেলার ইছাপুরা ইউনিয়নের পূর্ব রাজদিয়া গ্রামের চৌকিদার বাড়ির মো. হযরত আলী দেওয়ানের স্ত্রী। হাবিব খান তাদের মেয়ের ছেলে।
এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী ইট ভর্তি ট্রলিটি পুড়িয়ে দেয় এবং সড়ক অবরোধ করে।
হযরত আলী দেওয়ান বলেন, উপজেলার লতব্দী ইউনিয়নের গয়াতলা গ্রামে সাজেদার বোনের ছেলের বিয়ে খেতে যাওয়ার সময় রাজদিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে ইটভর্তি ট্রলি দাদি-নাতির উপরে উঠে যায়। এতে নাতি হাবিব মাথায় ও স্ত্রী সাজেদার বুকে চাপা লাগে। পরে হাসপাতালে নেয়ার পথে তারা মারা যায়।
সিরাজদিখান থানার ওসি মো. আবুল কালাম জানান, শুক্রবার বেলা ১টার দিকে রাজদিয়া গ্রাম থেকে ট্রাক্টরচালিত ট্রলিতে ইট ভর্তি করে শ্রমিকরা পূর্ব রাজদিয়া যাচ্ছিলেন। রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ের ব্রিজের সামনে পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে। এতে চালকসহ দুইজন আহত ও দাদি-নাতি নিহত হয়েছে। পুলিশ ট্রলিটি জব্দ করেছে।
আকাশ নিউজ ডেস্ক 






















