অাকাশ জাতীয় ডেস্ক:
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় আত্মীয়ের বাড়ি থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মায়ের সামনেই নিহত হয়েছেন ছেলে গোবিন্দ দেবনাথ (২৮)। এ ঘটনায় আহত হয়েছেন মা রিনা রাণী দেবনাথ ও এক শিশু।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার নবীগঞ্জ-আউশকান্দি সড়কের বাংলাবাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত গোবিন্দ দেবনাথ নরসিংদি জেলার মনোহরদী উপজেলার চালাকছর গ্রামের মৃত গোপাল দেবনাথের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, এদিন দুপুরে বাংলাবাজার নামক স্থানে নবীগঞ্জ থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা নবীগঞ্জগামী ইমা পরিবহন গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী গোবিন্দ্র দেবনাথ নিহত হয়। তার মা রিনা রাণী দেবনাথ ও এক শিশু গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই সুজিত চক্রবর্তী জানান, হতাহতরা নবীগঞ্জ শহরতলীর শিবপাশা এলাকার তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 
























