অাকাশ জাতীয় ডেস্ক:
মুক্তিযোদ্ধা ও প্রখ্যাত ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীকে তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (৮মার্চ) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ফেরদৌসী প্রিয়ভাষিণীকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘মৃত গাছের গোড়া থেকে ভাস্কর্য তৈরি করে ফেরদৌসী প্রিয়ভাষিণী এ শিল্পে নতুনত্ব এনেছেন। তিনি নিজে মুক্তিযুদ্ধ করেছেন এবং আমৃত্যু মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে গেছেন। এটা তরুণ প্রজন্মের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। তার মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে।’
এর আগে, মুক্তিযোদ্ধা ও প্রখ্যাত ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার দেওয়া হয়েছে। বুধবার (৮মার্চ) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এই সম্মান দেওয়া হয়। সকাল ১১টা ১০ মিনিটে গার্ড অফ অনার দেওয়া শুরু হয়।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে (৬ মার্চ) রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফেরদৌসী প্রিয়ভাষিণী মারা যান। ফেরদৌসী প্রিয়ভাষিণী কিডনি, ফুসফুসসহ কয়েকটি জটিল রোগে ভুগছিলেন। সর্বশেষ তিনি হৃদরোগে আক্রান্ত হন। ২৩ ফেব্রুয়ারি তিনি ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন। এর আগে তিনি দুবার এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আকাশ নিউজ ডেস্ক 




















