অাকাশ জাতীয় ডেস্ক:
হবিগঞ্জের মাধবপুরে স্ত্রীর মানসিক নির্যাতনে স্বামী বাঁশঝাড়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। বুধবার ভোর রাতে উপজেলার বহরা ইউনিয়নের গাংগাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিল্লাল মিয়া (৫৫) ওই গ্রামের মৃত মোহন মিয়ার ছেলে।
মাধবপুর থানার মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই কামরুল জানান, সে দীর্ঘদিন ধরে পাইলস রোগে আক্রান্ত। তার স্ত্রী নাজমা আক্তার প্রায়ই তাকে গালমন্দ করে মানসিক নির্যাতন করত। এতে সে বিপর্যস্ত হয়ে পড়ে আত্মহত্যা করে।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) কাওসার আলম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























