অাকাশ জাতীয় ডেস্ক:
বোনকে দেখতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন সমরা খাড়িয়া (৫০) নামে এক ভাই। মঙ্গলবার সকালে কুলাউড়া উপজেলার জয়চণ্ডী চা বাগানের একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের ক্লিভডন চা বাগানের মৃত দুর্গা খাড়িয়ার ছেলে বাগানের চা শ্রমিক সমরা খাড়িয়া গত সোমবার সন্ধ্যা ৬টার দিকে বোনকে দেখার জন্য পার্শ্ববর্তী পাঁচপীর জালাই এলাকায় বোনের বাড়ির উদ্দেশে বেরিয়ে যান।
এরপর আর বাড়িতে ফিরে আসেননি সমরা। মঙ্গলবার সকাল ৯টার দিকে পার্শ্ববর্তী দিলদারপুর চা বাগানে কর্মরত শ্রমিকরা ১২নং সেকশনে একটি গাছে সমরার ঝুলন্ত লাশ দেখে বাগান কর্তৃপক্ষ ও পুলিশে খবর দেয়।
খবর পেয়ে সমরার ছেলে ঘটনাস্থলে গিয়ে লাশটি শনাক্ত করে এবং দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কুলাউড়া থানার এসআই হারুনুর রশীদ জানান, সমরার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সমরাকে কেউ গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে। হত্যার মূল রহস্য উদঘাটন করতে তদন্ত অব্যাহত রয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























