ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ ‘আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না’ গুম হওয়া পরিবারের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান কালি নয়, জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ লেখা হয়েছে : আলী রীয়াজ প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি নির্বাচন ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে : দুদু আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকাশক্তি : খন্দকার মোশাররফ

এই গাড়িতেই ‘রেস’ করবেন সালমান

আকাশ বিনোদন ডেস্ক: 

শুধুমাত্র দুবাই নয়, গোটা সংযুক্ত আরব আমিরশাহির সবচেয়ে ধনী বালক রাশেদ বেলহাসা। বয়স মোটে ১৬! তার পাঠানো গাড়ির ভিডিও শুধু সালমান দেখলেনই না, সম্ভবত সেই সব দামি গাড়িতে চড়ে পরের ছবি ‘রেস থ্রি’র শুটিংও করবেন তিনি।

সালমানের মনে ধরেছে রাশেদের কাস্টমাইজড ফেরারি গাড়িটি। সোশ্যাল মিডিয়ায় রাশেদের সঙ্গে সালমানের ছবি প্রায়ই দেখা যায়। সালমান আবার তাকে ‘ব্রো’ বলে ডাকেন। রাশেদের গাড়ির সংখ্যা নেহাত কম নয়। সালমানের ‘রেস থ্রি’ করতে গিয়ে মনে হয়েছে ‘ব্রো’-এর লুই ভিতোঁ প্রিন্ট করা ফেরারিটা নিলে মন্দ হয় না। শোনা যাচ্ছে, রাশেদও এক পায়ে খাড়া ‘ভাইজান’কে গাড়িটা চালাতে দেয়ার জন্য।

রাশেদ বেলহাসা ইতিমধ্যে কনিষ্ঠতম শিল্পপতির পুরস্কারও পেয়েছে। আগের বছরই একটি সমীক্ষায় তাকে প্রভাবশালীদের তালিকায় রাখা হয়েছিল। রাশেদ ইউটিউবারও। ২০১৩ সালের মাঝামাঝি ‘মাঙ্কি কিক্‌স’ নামে একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে হঠাৎ করে লাইমলাইটে আসে সে। তাঁর স্নিকার্সের কালেকশন দেখে চমকে গিয়েছিল নেটিজেনরা। সে সময় থেকে নিজের বিলাসবহুল জীবনযাত্রার ছবিও পোস্ট করতে শুরু করে রাশেদ। তার স্নিকার্সের কালেকশনের দাম ১০ লাখ ডলারেরও বেশি।

রাশেদ আরও একটা কারণে ইন্টারনেট সেনসেশন। তার বাড়িতে ঘন ঘন আন্তর্জাতিক সেলিব্রিটিদের আনাগোনা। ইনস্টাগ্রামে ১০ লাখেরও বেশি ফলোয়ার রাশেদের। ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার তো তারও বেশি।

বাড়ির খাবার খেতে পছন্দ করে রাশেদ। ফ্যাট জো, উইজ খলিফা, টাইগা, পিটবুল তার প্রিয় খাবার। পছন্দের ডিজে, খালেদ। ফুটবল খেলতে সে ভারী পছন্দ তার। শেষ হিসাব অনুযায়ী, রাশেদের সম্পত্তির পরিমাণ দু’শো কোটি ডলারেরও বেশি। তবে পারিবারিক সম্পত্তি থাকলেও, খালেদ নিজের পায়ে দাঁড়াতে চায়। ইতিমধ্যেই নিজস্ব সোয়েটার লাইন খুলে ফেলেছে সে। ইউটিউব চ্যানেল থেকেও প্রচুর টাকা রোজগার করে রাশেদ।

শুধু ফেরারি নয়, রোল্‌স রয়েস, রেঞ্জ রোভার, মার্সিডিজ, অডি, ল্যাম্বর্গিনি, লিমুজিন, পোরশে, নিসান, ক্যাডিল্যাক সব রয়েছে রাশেদের। বাড়িতেই প্রায় বাঘ, সিংহ, লেপার্ড এবং আরও কত কী যে পুষে ফেলেছে কে জানে! প্রাইভেট পাখিরালয়ও রয়েছে তার। কাজেই ‘রেস থ্রি’তে যদি খালেদ কোনোভাবে ঢুকে পড়তে পারে, লাভ হবে ছবির নির্মাতাদেরই। এমনটাই মত সিনে বিশেষজ্ঞদের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ

এই গাড়িতেই ‘রেস’ করবেন সালমান

আপডেট সময় ১০:৩৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মার্চ ২০১৮

আকাশ বিনোদন ডেস্ক: 

শুধুমাত্র দুবাই নয়, গোটা সংযুক্ত আরব আমিরশাহির সবচেয়ে ধনী বালক রাশেদ বেলহাসা। বয়স মোটে ১৬! তার পাঠানো গাড়ির ভিডিও শুধু সালমান দেখলেনই না, সম্ভবত সেই সব দামি গাড়িতে চড়ে পরের ছবি ‘রেস থ্রি’র শুটিংও করবেন তিনি।

সালমানের মনে ধরেছে রাশেদের কাস্টমাইজড ফেরারি গাড়িটি। সোশ্যাল মিডিয়ায় রাশেদের সঙ্গে সালমানের ছবি প্রায়ই দেখা যায়। সালমান আবার তাকে ‘ব্রো’ বলে ডাকেন। রাশেদের গাড়ির সংখ্যা নেহাত কম নয়। সালমানের ‘রেস থ্রি’ করতে গিয়ে মনে হয়েছে ‘ব্রো’-এর লুই ভিতোঁ প্রিন্ট করা ফেরারিটা নিলে মন্দ হয় না। শোনা যাচ্ছে, রাশেদও এক পায়ে খাড়া ‘ভাইজান’কে গাড়িটা চালাতে দেয়ার জন্য।

রাশেদ বেলহাসা ইতিমধ্যে কনিষ্ঠতম শিল্পপতির পুরস্কারও পেয়েছে। আগের বছরই একটি সমীক্ষায় তাকে প্রভাবশালীদের তালিকায় রাখা হয়েছিল। রাশেদ ইউটিউবারও। ২০১৩ সালের মাঝামাঝি ‘মাঙ্কি কিক্‌স’ নামে একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে হঠাৎ করে লাইমলাইটে আসে সে। তাঁর স্নিকার্সের কালেকশন দেখে চমকে গিয়েছিল নেটিজেনরা। সে সময় থেকে নিজের বিলাসবহুল জীবনযাত্রার ছবিও পোস্ট করতে শুরু করে রাশেদ। তার স্নিকার্সের কালেকশনের দাম ১০ লাখ ডলারেরও বেশি।

রাশেদ আরও একটা কারণে ইন্টারনেট সেনসেশন। তার বাড়িতে ঘন ঘন আন্তর্জাতিক সেলিব্রিটিদের আনাগোনা। ইনস্টাগ্রামে ১০ লাখেরও বেশি ফলোয়ার রাশেদের। ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার তো তারও বেশি।

বাড়ির খাবার খেতে পছন্দ করে রাশেদ। ফ্যাট জো, উইজ খলিফা, টাইগা, পিটবুল তার প্রিয় খাবার। পছন্দের ডিজে, খালেদ। ফুটবল খেলতে সে ভারী পছন্দ তার। শেষ হিসাব অনুযায়ী, রাশেদের সম্পত্তির পরিমাণ দু’শো কোটি ডলারেরও বেশি। তবে পারিবারিক সম্পত্তি থাকলেও, খালেদ নিজের পায়ে দাঁড়াতে চায়। ইতিমধ্যেই নিজস্ব সোয়েটার লাইন খুলে ফেলেছে সে। ইউটিউব চ্যানেল থেকেও প্রচুর টাকা রোজগার করে রাশেদ।

শুধু ফেরারি নয়, রোল্‌স রয়েস, রেঞ্জ রোভার, মার্সিডিজ, অডি, ল্যাম্বর্গিনি, লিমুজিন, পোরশে, নিসান, ক্যাডিল্যাক সব রয়েছে রাশেদের। বাড়িতেই প্রায় বাঘ, সিংহ, লেপার্ড এবং আরও কত কী যে পুষে ফেলেছে কে জানে! প্রাইভেট পাখিরালয়ও রয়েছে তার। কাজেই ‘রেস থ্রি’তে যদি খালেদ কোনোভাবে ঢুকে পড়তে পারে, লাভ হবে ছবির নির্মাতাদেরই। এমনটাই মত সিনে বিশেষজ্ঞদের।