অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
প্রেম করার অপরাধে যুবককে অপহরণ করে নিয়ে যায় স্থানীয় পঞ্চায়েতের সদস্যরা। বিচার বসিয়ে তাকে বেধড়ক মারপিঠ করা হয়। এরপর তাকে প্রকাশ্যে মূত্র পান করতে বাধ্য করা হয়। ভারতের উত্তর প্রদেশের সাহারানপুরে এ ঘটনা ঘটেছে। খবর এবেলাডটইনের।
খবরে বলা হয়েছ, সাহারানপুর এলাকার এক যুবককে জোর করে তুলে নিয়ে যান পঞ্চায়েতের কিছু সদস্য। এক যুবতীর সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগে তাকে বেধড়ক পেটায় এলাকাবাসী। পরে প্রস্রাব পান করতেও বাধ্য করা হয়। এতে অপমানিত হয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন যুবক। আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই যুবক গণমাধ্যমকে জানান, তার ওপর আনা সব অভিযোগ মিথ্যা। ওই যুবতীর সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। এমনকি যুবতীও তাকে চিনতে অস্বীকার করেছেন।
স্থানীয় পুলিশ সুপার প্রবাল সিংহ জানিয়েছেন, এ বিষয়ে কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে আক্রান্ত যুবকের বয়ানের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে।
আকাশ নিউজ ডেস্ক 
























